নিরাপত্তা বিষয়ক তথ্য তুলে দিতেন পাকিস্তানের (Pakistan) হাতে। গুপ্তচরবৃত্তির (Pakistan Spy) অভিযোগে এনআইএ(NIA)-এর জালে সোমবারই ধরা পড়েন সিআরপিএফ (CRPF) জওয়ান। ধৃত মতিরাম জাট (Motiram Jatt) কিছুদিন আগে পর্যন্তও পহেলগামে (Paalgam Attack) কর্তব্যরত ছিলেন বলে জানা গিয়েছে। ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার ৬ দিন আগে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছিল তাঁকে।
পহেলগাম হামলার পরের ছবি
শেষ আপডেট: 27 May 2025 04:26
দ্য ওয়াল ব্যুরো: নিরাপত্তা বিষয়ক তথ্য তুলে দিতেন পাকিস্তানের (Pakistan) হাতে। গুপ্তচরবৃত্তির (Pakistan Spy) অভিযোগে এনআইএ(NIA)-এর জালে সোমবারই ধরা পড়েন সিআরপিএফ (CRPF) জওয়ান। ধৃত মতিরাম জাট (Motiram Jatt) কিছুদিন আগে পর্যন্তও পহেলগামে (Paalgam Attack) কর্তব্যরত ছিলেন বলে জানা গিয়েছে। ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার ৬ দিন আগে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছিল তাঁকে।
পাকিস্তানি গোয়েন্দাদের কাছে জাতীয় নিরাপত্তা বিষয়ক নানা গোপন ও সংবেদনশীল তথ্য তুলে দেওয়ার অভিযোগে পাকড়াও হন ভারতীয় আধাসেনা জওয়ান মতিরাম। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় সোমবার। বরখাস্ত করা হয়েছে চাকরি থেকেও। ধৃত জওয়ানকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন দিল্লির পাটিয়ালা হাউস আদালতের বিশেষ এনআইএ বিচারক চন্দরজিৎ সিং।
জানা গিয়েছে, গত ১৭ এপ্রিল পহেলগাম থেকে অন্য জায়গায় বদলি করা হয় মতিরামকে। যার কয়েক দিন পরই বৈসরন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। নৃশংস হত্যালীলায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকের, যাঁদের মধ্যে ২৫ জনই ভারতীয়।
ধৃত জওয়ান জাট সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। পহেলগামে বাহিনীর ১১৬ নম্বর ব্যাটেলিয়নে ছিলেন তিনি। অভিযোগ, ২০২৩ সাল থেকেই নিরাপত্তা বিষয়ক বহু গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিতেন জওয়ান। বিনিময়ে মোটা অঙ্কের টাকাও পেতেন।
ময়তিরামকে আদালতে তোলা হলে বিচারকের পর্যবেক্ষণ, একজন জওয়ানের বিরুদ্ধে এমন অভিযোগ শুধুমাত্র দেশের নিরাপত্তা জন্যই নয়, বরং ভারতে আসা বিদেশি পর্যটক এবং সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তাতেও গভীর প্রভাব ফেলতে পারে। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য অবিলম্বে তদন্ত করে কড়া পদক্ষেপ করা উচিত।
আপাতত আগামী ৬ জুন পর্যন্ত হেফাজতেই থাকতে হবে মতিরাম জাটকে।