Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূলAhmedabad Plane Crash: যাত্রী সুরক্ষায় গাফিলতি? দুর্ঘটনায় সরকারি বিবৃতিতে উঠছে প্রশ্নপাকিস্তানি আজাদের হাত ধরে ভোটার তালিকায় ৭৮ বিদেশি! তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি ইডিরআমি বলেছিলাম বলেই তো ‘শোলে’-তে অমিতাভকে নেওয়া হয়েছিল: ধর্মেন্দ্র‘চাকরি চাই’, এইচআর-কে প্রশ্ন করে ভাইরাল, এখন অটো চালান বেঙ্গালুরুর প্রাক্তন আইটি কর্মী পণের মিথ্যা মামলার প্রতিবাদে বৌয়ের পাড়ায় চায়ের দোকান যুবকের! হাতকড়া পরে চলছে বেচাকেনাWTC Final: ‘বিরাট’ জ্যোতিষী! সাত বছর আগে করা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন মার্করাম শেষ কলটাই ছিল 'মে ডে, মে ডে', তারপরই সব শেষ, জানাল বিমান পরিবহণ মন্ত্রক
Pak rejected IndiGo pilot's request

আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হোক, ঝড়ে নাক-ভাঙা সেই ইন্ডিগোর পাইলটের অনুরোধ শোনেনি পাকিস্তান

মাঝ আকাশে যাত্রীদের মৃত্যভয়। ঝড়ে বেসামাল বিমান। তুমুল শিলাবৃষ্টি। নাক-ভাঙা সেই ইন্ডিগোর (Indigo Flight) পাইলট বিপত্তি এড়াতে পাক আকাশসীমা ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু সেই অনুরোধ রাখেনি পাকিস্তান (Pakistan)। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হোক, ঝড়ে নাক-ভাঙা সেই ইন্ডিগোর পাইলটের অনুরোধ শোনেনি পাকিস্তান

নাক-ভাঙা সেই ইন্ডিগো বিমান

শেষ আপডেট: 22 May 2025 23:55

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে যাত্রীদের মৃত্যভয়। ঝড়ে বেসামাল বিমান। তুমুল শিলাবৃষ্টি। নাক-ভাঙা সেই ইন্ডিগোর (Indigo Flight) পাইলট বিপত্তি এড়াতে পাক আকাশসীমা ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু সেই অনুরোধ রাখেনি পাকিস্তান (Pakistan)। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

বুধবার সন্ধ্যায় মাঝ আকাশে টার্বুলেন্সে (Indigo Turbulence) পড়ে দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের একটি ফ্লাইট (6E2142)। তীব্র শিলা বৃষ্টির ফলে বিমানে বিপজ্জনকভাবে ঝাঁকুনি শুরু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে, পাইলট বাধ্য হন শ্রীনগর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (ATC) জরুরি অবস্থা ঘোষণা করতে।

জানা যাচ্ছে, ইন্ডিগো এয়ারলাইন্সের একজন পাইলট লাহোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে কিছুক্ষণ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের করতে দেওয়ার জন্য অনুমতি চান। যাতে ঝড় থেকে যাত্রীদের রক্ষা করা যায়। কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দেওয়া হয়। সেই সময় হাওয়ার গতি ছিল ঘণ্টায় ৭৯ কিলোমিটার। পরিস্থিতি এমন ছিল যে বিমানের 'নাক' ভেঙে যায়।

বড়সড় দুর্ঘটনার ঘটে যেতে পারত। তবে কপাল জোরে বেঁচেছেন দিল্লি থেকে শ্রীনগরগামী ওই ইন্ডিগো বিমানের (Indigo Flight) যাত্রীরা। ওই বিমানে ছিলেন কাশ্মীর (Jammu and Kashmir) সফরকারী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলও (TMC Delegation)।

যে সময় এই ঘটনা ঘটেছিল তখন বিমানটি শ্রীনগরের কাছাকাছি পৌঁছে গেছিল। প্রবল শিলাবৃষ্টির ফলে বিমানের সামনের অংশ, বিশেষ করে ‘নোজ কন’-এর কিছুটা অংশ ভেঙে যায়। তবে পাইলট ও ক্রুর তৎপরতায় শেষ পর্যন্ত বিমানটি সন্ধে ৬টা ৩০ মিনিট নাগাদ নিরাপদে শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে।

শ্রীনগর বিমানবন্দরের আধিকারিকরা নিশ্চিত করেন, বিমানে থাকা ২২৭ জন যাত্রী এবং সমস্ত ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। তবে বিমানের ক্ষতির মাত্রা এতটাই যে, আপাতত সেটি মেরামতির জন্য উড়ানে ফিরছে না।


ভিডিও স্টোরি