Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতেইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান২৫ বছর পর আবার আসছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’, একতা কাপুর বললেন, 'এই শো তো শুধু আমাদের নয়'৪ অগস্ট শুনানি শুরু, রাজসাক্ষী হতে চেয়ে হাসিনার বিপদ বাড়ালেন সাবেক পুলিশ কর্তাওবিসি মামলায় জটিলতা অব্যাহত, আবেদনকারীদের সাধারণ ক্যাটাগরিতে ফর্ম ফিলাপের অনুমতি কোর্টেরমদ ছাড়লেন সলমন! প্রেসার চেম্বারে কী করছেন ভাইজান?
Pahalgam Terror Attack

Pahalgam: ছেলের সঙ্গে বৈষ্ণোদেবী যাওয়া হল না ঝালদার বৃদ্ধ দম্পতির, এখন হাহাকারে কাটবে দিন

মা-বাবার বুকফাটা কান্নার শব্দে প্রতিবেশীরাও স্তব্ধ।

Pahalgam: ছেলের সঙ্গে বৈষ্ণোদেবী যাওয়া হল না ঝালদার বৃদ্ধ দম্পতির, এখন হাহাকারে কাটবে দিন

মনীশ রঞ্জন মিশ্র ও তাঁর মা

শেষ আপডেট: 23 April 2025 09:10

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: ছেলের সঙ্গে বৈষ্ণোদেবী যাওয়ার কথা ছিল। হায়দরাবাদ থেকে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরে কর্মরত মনীশ স্ত্রী-সন্তানকে নিয়ে কাশ্মীর পৌঁছতেই মা-বাবাও রওনা দিয়েছিলেন পুরুলিয়ার ঝালদার বাড়ি থেকে। গাড়ি নিয়ে কাশ্মীরের (Jammu Kashmir Attack) উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। ডালটনগঞ্জে পৌঁছতেই দুঃস্বপ্নের মতোই এসেছিল সংবাদ (Pahalgam Terrorist Attack)। পহেলগামের বৈসরনে (Baisaran Valley Attack) গুলিতে প্রাণ হারিয়েছেন ছেলে মনীশ রঞ্জন মিশ্র।

তারপরেই গাড়ি ঘুরিয়ে ঘরে ফেরার পালা। ঝালদা পুরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের পুরনো বাঘমুন্ডি রোডের বাড়িটার ছবিও বদলে গেছে রাতারাতি। মা-বাবার বুকফাটা কান্নার শব্দে প্রতিবেশীরাও স্তব্ধ।

মনীশ রঞ্জন মিশ্র ঝালদা পুরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুন্ডি রোডের বাসিন্দা। তিনি কেন্দ্রীয় গোয়েন্দা দফতরে কর্মরত ছিলেন। কর্মসূত্রে পরিবার নিয়েই থাকতেন হায়দরাবাদে। তবে তাঁর বাবা মা থাকতেন ঝালদার বাড়িতেই। বাবা ঝালদারই হিন্দি হাইস্কুলের শিক্ষক ছিলেন। এখন অবসর নিয়েছেন। 

মঙ্গলবার  মনীশ রঞ্জন মিশ্র পরিবার নিয়ে কাশ্মীরের পহেলগামে (Pahalgam attack) পৌঁছন। আর এদিনই ঝালদার বাড়ি থেকে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কাশ্মীরের উদ্দেশে রওনা হন বাবা-মা। এখানে দেখা করেই বৈষ্ণোদেবী দর্শনে যাওয়ার কথা ছিল তাদের। সেই মুহূর্ত অধরাই থেকে গেল বাবা মায়ের। ছেলেকে হারিয়ে এখন শুধুই হাহাকার করছেন তাঁরা। 

বুধবার দুপুরে নিহত মনীশের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে তাঁদের ঝালদার বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনার নিন্দা করে শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। 

এদিকে এদিনই পাটুলির বাসিন্দা বিতান অধিকারী এবং বেহালার সমীর গুহর বাড়িতে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পহেলগামে গুলিতে মৃত্যু হয়েছে বাংলার এই তিন বাসিন্দার।


ভিডিও স্টোরি