ফাইল ছবি।
শেষ আপডেট: 24 April 2025 02:03
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামের জঙ্গি হামলার ঘটনার (Jammu Kashmir Pahalgam Terror Attack) প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, কাউকে রেয়াত করা হবে না। বুধবার দেশে পৌঁছে কয়েক দফা বৈঠকও করেছেন তিনি। আর তারপর সন্ধেতে পাক সরকারের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকার।
সিন্ধু জলচুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিলের পাশাপাশি আটারি-ওয়াঘা সীমান্ত (Attari border) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা করেছে ভারত সরকার। স্থলপথে ভারতের সঙ্গে পাকিস্তানের যোগাযোগের একমাত্র রাস্তা হল এই সীমান্ত পথ। এর ফলে দুই দেশের অর্থনীতি প্রভাবিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, স্থলপথে ভারতের সঙ্গে বাণিজ্যের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় বেশি সমস্যায় পড়বে পাকিস্তান।
পহেলগামের জঙ্গি হামলার ঘটনায় একজন স্থানীয়-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং এক জন নেপালি নাগরিক। অধিকাংশই পর্যটক। যেভাবে নির্বিচারে নিরস্ত্র পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, তাতে শোকস্তব্ধ গোটা দেশ। সব মহল থেকেই কঠোরতম শাস্তির দাবি উঠেছে।
যদিও জঙ্গি হামলার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি করেছে পাকিস্তান। কিন্তু পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন এই হামলার পিছনে রয়েছে বলে ইতিমধ্যে স্বীকার করেছে। গোটা কর্মকাণ্ডের পিছনে পাক সেনা ও পাক গুপ্তচর সংস্থা আইএসআই রয়েছে বলেও দাবি। সেই পরিপ্রেক্ষিতেই জঙ্গি হামলার ঘটনার বড় পদক্ষেপ করেছে ভারত।
অমৃতসরের অদূরে রয়েছে এই আটারি সীমান্ত। এই একটিমাত্র রাস্তা দিয়েই স্থলপথে ভারতে বাণিজ্যের অনুমতি রয়েছে পাকিস্তানের। বুধবার সন্ধে থেকে যা বন্ধের ঘোষণা করেছে ভারত। সয়াবিন, মুরগির দানা, বিভিন্ন ধরনের সবজি, শুকনো লঙ্কা এবং সুতো-সহ একাধিক সামগ্রী ভারত থেকে পাকিস্তানে রফতানি করা হয়। পাকিুস্তানের পাশাপাশি এই পথে আফগানিস্তান থেকেও বিভিন্ন পণ্য ভারতে আমদানি করা হত। এর মধ্যে অন্যতম খেজুর-সহ বিভিন্ন শুকনো ফল, জিপসাম, কাচ, লবণ (রক সল্ট) এবং নানা প্রকার ওষধি।
পর্যবেক্ষকদের মতে, এই সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় দু'দেশের বাণিজ্যই প্রভাবিত হবে, তবে বেশি সমস্যায় পড়বে পাকিস্তান। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে এই আটারি সীমান্ত দিয়ে দু'দেশের বাণিজ্যের পরিমাণ ৩৮ লক্ষ ৮৬ হাজার ৫৩ কোটি টাকা। মোট ৭১ হাজার ৫৬৩ জন মানুষ গত এক বছরে এই সীমান্ত পথ দিয়ে যাতায়াত করেছেন।