শেষ আপডেট: 25th January 2025 22:21
দ্য ওয়াল ব্যুরো: ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের আগে ৩০ জন পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের অন্যতম অসামরিক এই সম্মানের তালিকায় জায়গা পেয়েছেন, চিকিৎসক, কৃষক, যোগা প্রশিক্ষক, ক্রীড়াবিদ-সহ একাধিক ক্ষেত্রের দৃষ্টান্ত স্থাপন করা ব্যক্তিত্বরা।
জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং, ৫৭ বছরে ঢাকি গোকুলচন্দ্র দাসের পাশাপাশি দিল্লির স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা.নীরজা ভাটলা। এছাড়া পদ্মশ্রী সম্মান পাচ্ছেন শতায়ু স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবো সারদেশাই। স্বাধীনতা সংগ্রামীর পাশাপাশি পদ্মশ্রী সম্মানের পদ্মশ্রী পাচ্ছেন, হরিয়ানার ‘কাঠিয়ালের একলব্য’ নামে পরিচিত দিব্যাঙ্গ তীরন্দাজ হরবিন্দর সিং। ২০২৪ প্যারা অলিম্পিকে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি।
তালিকায় নাম রয়েছে ভোজপুরের সমাজকর্মী ভীম সিং ভাবেশের। গত ২২ বছর ধরে তাঁর সংস্থা ‘নয় আশা’-তে কাজ করছেন। সমাজের অন্যতম প্রান্তিক গোষ্ঠী মুসাহার সম্প্রদায়ের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছেন। এছাড়া দক্ষিণ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে ব্যবহৃত থাভিল নামে এক বাদ্যযন্ত্র বিশেষজ্ঞ পি দাতচানামূর্তি এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন।
পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন, নাগাল্যান্ডের নকলাকের চাষি এল হ্যাঙ্গথিং। ৩০ বছরেরও বেশি সময় ধরে ভারতে বিদেশী ফলের চাষ করেছেন তিনি। এবারের পদ্মশ্রী তালিকায় নাম রয়েছে কুয়েতের বাসিন্দা যোগ প্রশিক্ষক শাইখা এ জে আল সাবা-র। কুয়েতের প্রথম লাইসেন্স প্রাপ্ত যোগা প্রশিক্ষক তিনি।
এছাড়া হিমাচল প্রদেশের হরিমন শর্মা, অরুণাচলের জুমদে ইয়মগাম গামলিন, অসমের জয়নাচরণ পাথারি, উত্তরাখণ্ডের হিউজ গ্যান্টজার, গুজরাটের সুরেশ সোনিও এবার পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। খুব শীঘ্রই রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন তাঁরা।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলা থেকে অরিজিতের পাশাপাশি আরও অনেকেই পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। সেই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী মমতা শঙ্কর, ঢাকি গোকুলচন্দ্র দাস, শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায়, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজাঙ্কার, ধর্মগুরু স্বামী প্রদীপ্তানন্দ (কর্তিক মহারাজ), শিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং সমাজসেবী বিনায়ক লোহানি।