শেষ আপডেট: 13th January 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার তিনদিনের মাথায় কেরলের 'পিনারাইবাদ' বিদ্রোহী বাম সমর্থিত নির্দল বিধায়ক পিভি আনোয়ার বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। আদতে কংগ্রেস ঘরানার আনোয়ার কেরলের বাম সমর্থিত নির্দল হয়ে ওয়ানাড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত নীলাম্বুর বিধানসভার সদস্য ছিলেন। গত শুক্রবার তিনি মমতার দলে যোগদান করে রাজ্য তৃণমূলের আহ্বায়ক হয়েছেন।
২০১১ সালে পশ্চিমবঙ্গে পালাবদলের পর থেকে দলকে আঞ্চলিক তকমা থেকে জাতীয় তকমা দিতে একাধিক রাজ্যে শাখা খুলেছে তৃণমূল। উত্তর-পূর্ব ভারত থেকে গোয়া পর্যন্ত বিজেপি বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী। এবার সুদূর কেরলেও দরজা খুলল ঘাসফুলের।
মালাপ্পুরুম জেলার নীলাম্বুর কেন্দ্র থেকে দুবার সিপিএমের সমর্থনে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন আনোয়ার। এই কেন্দ্রটি অতীতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বর্তমানে প্রিয়ঙ্কা গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়ানাড়ের অন্তর্গত। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই আনোয়ার স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে, তিনি বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা বা ইউডিএফ প্রার্থীকে সমর্থন দেবেন। তৃণমূলে যোগ দেওয়ায় বিধায়ক পদ থেকে বরখাস্ত হওয়া নিশ্চিত ছিল। তাই আগেভাগেই পদত্যাগ করলেন তিনি।
এদিন ইস্তফা দিয়ে তিনি বলেন, এই রাজ্যে পিনারাইবাদ শেষ করার লক্ষ্য নিয়েছেন। এই কেন্দ্রে উপনির্বাচন থেকেই বিজয়ন সরকারের পতনের শুরু হবে। ভিএস জয়কে প্রার্থী করার আবেদন জানিয়েছেন মালপ্পুরুম জেলা কংগ্রেসকে। আনোয়ার আরও জানান, বন্য পশুদের সঙ্গে (মূলত হাতির আক্রমণ) মানুষের সংঘর্ষ এড়াতে তাঁকে সমর্থনের বিষয়ে তৃণমূল কংগ্রেস আশ্বস্ত করেছে। খুব শীঘ্রই কেরলে দলের কর্মসূচি ঘোষণা করবে মমতার দল।
পদত্যাগী বিধায়ক আনোয়ার এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ডিএনএ নিয়ে মন্তব্যের ক্ষমা চেয়ে নেন। গত লোকসভা ভোটের সময় রাহুল গান্ধীর ডিএনএ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আনোয়ার। এদিন বলেন, তিনি রাহুলের রাজনৈতিক ডিএনএ নিয়ে বলতে চেয়েছিলেন, বংশ তুলে কোনও কথা বলতে চাননি। আমার পরিবার চিরকাল নেহরু-গান্ধী পরিবারের অনুগামী। আমি তাঁদের বিরুদ্ধে এরকম কথা বলতেই চাইনি। তাতেও কাউকে আঘাত করে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।