শেষ আপডেট: 12th February 2025 00:37
দ্য ওয়াল ব্যুরো: মহা কুম্ভ মেলা চলছে প্রয়াগরাজে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ সময় ধরে লাখ লাখ তীর্থযাত্রী এই পবিত্র স্থানে হাজির হয়েছেন। তবে, মানুষের ভিড়ে দুর্ঘটনাও ঘটছে একের পর এক। পদপিষ্ট হওয়ার ঘটনা এবং অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় আতঙ্কের সৃষ্টি হলেও, এর পরও প্রতিদিন হাজার হাজার মানুষ যাচ্ছেন।
মহাকুম্ভের ধর্মীয় গুরুত্বের পাশাপাশি, ভক্তদের এই বিপুল জমায়েতে নিরাপত্তার প্রশ্নেও উদ্বেগ বাড়ছে। তবুও, এই বৃহৎ আধ্যাত্মিক সমাবেশে অংশ নিতে, মানুষের প্রবল আগ্রহের কোনও কমতি নেই। হঠাৎই পাটনা স্টেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী দেখা যাচ্ছে তাতে?
पटना स्टेशन पर महाकुंभ में जाने वालों की भीड़ देखिए।ये मंगलवार रात राजधानी एक्सप्रेस की तस्वीर है। pic.twitter.com/ciSpr8IHUi
— Sukesh Ranjan (@RanjanSukesh) February 11, 2025
পাটনা স্টেশনে মহাকুম্ভ মেলা যাত্রীদের উপচে ভিড় দেখা গিয়েছে। মঙ্গলবার রাতে রাজধানী এক্সপ্রেসের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে স্টেশনের মধ্যে জনসমুদ্র সৃষ্টি হয়েছে। এই দৃশ্যটি তোলা হয়েছে পটনা রেলওয়ে স্টেশনে, যেখানে হাজার হাজার ধর্মপরায়ণ মানুষ মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে গন্তব্যে রওনা হচ্ছিলেন।
মেলা উপলক্ষে পাটনা স্টেশন থেকে বিভিন্ন শহরে যাত্রীরা একের পর এক ট্রেনে চড়ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেশনের ভেতর একটানা মানুষের ভিড়, যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। কেউ চেয়েও উঠতে পারছেন না ট্রেনে। তারই মধ্যে হঠাৎই স্টেশন থেকে বেরিয়ে যেতে শুরু করে ট্রেন।
শুধু তাই নয়, মঙ্গলবার সকালেও আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, মহা কুম্ভ মেলায় যোগ দিতে বিহারের মধুবনী স্টেশনে বিশাল এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শত শত যাত্রী যখন স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে ওঠার চেষ্টা করছিলেন, তখন ট্রেনের এসি কামরা ভিড়ে ঠাসা ছিল এবং দরজা খোলার সুযোগ ছিল না।
जयनगर से प्रयागराज के रास्ते दिल्ली जाने वाली स्वतंत्रा सेनानी एक्सप्रेस में महाकुंभ जाने वाली यात्रियों की भीड़ ने AC कोच की बोगियां तोड़ डाली।आखिर उनको समझना चाहिए रेल उनकी ही संपति है,दोषियों पर कारवाई होनी चाहिए @spjdivn pic.twitter.com/cTKfNR2CEi
— Abhinav Kumar jha ???????? (@abhikumar70) February 10, 2025
ফলে, বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেনের এসি কামরার কাচের জানলা ভাঙতে করতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশনটি ছিল জনাকীর্ণ এবং ট্রেনে উঠতে না পারায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়ে এবং কাচ ভেঙে ফেলে। এই ঘটনার ফলে স্টেশনে বিপুল উত্তেজনা তৈরি হয়।