শেষ আপডেট: 15th January 2025 13:18
দ্য ওয়াল ব্যুরো: তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াস। দৃশ্যমানতা শূন্য। বায়ুদূষণের মাত্রা ৩৩২। দিল্লি-এনসিআরে প্রবল কুয়াশার দাপটে বুধবার ভোর থেকে ১৩টি বিমান বাতিল ও ৩০০-র বেশি উড়ান দেরিতে ছাড়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে।
শুধু বিমান চলাচলেই নয়, প্রভাব পড়েছে ট্রেন ও গাড়ির গতিতেও। কয়েক ডজন ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে পৌঁছয় কিংবা ছাড়তে দেরি হয়েছে। ভোর থেকে কনকনে ঠান্ডা হাওয়ায় জবুথবু রাজধানী। ঘন কুয়াশায় অন্তত ২৬টি ট্রেন দেরিতে চলার খবর মিলেছে। একইভাবে ৩২৯টি বিমান ছাড়তে দেরি হয়।
দেশের আবহাওয়া দফতর দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করেছে। বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কে কয়েক হাত দূরের গাড়ি দেখা যাচ্ছিল না সকালের দিকে। দুপুর গড়াতে পরিস্থিতি সামান্য স্বাভাবিক হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা রাতের দিকে আরও পতনের সম্ভাবনা রয়েছে। এদিন সকাল ৬টায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা ১০০ মিটারে নেমে আসে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বেশ কিছু উড়ান চলাচলে প্রভাব পড়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে। বিমান চলাচলে বিঘ্ন ঘটায় ক্ষমা চেয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিগো, স্পাইস জেট ও এয়ার ইন্ডিয়া যাত্রীদের সতর্কতা জারি করে বিমান ছাড়তে দেরি হওয়ার কথা জানিয়ে দিয়েছে।
এর মধ্যেই দিল্লির বায়ুদূষণের পরিমাণও খুব খারাপ স্তরে চলে গিয়েছে এদিন। সকাল ৮টায় বায়ুদূষণের সূচক ছিল ৩৩২। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের একাংশে বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।