শেষ আপডেট: 10th January 2025 20:10
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকাল গ্রেটার নয়ডার কিশোর বেরিয়েছিলেন জগিং করতে। পৌঁছে গেলেন হাসপাতালে। নেপথ্যে বেপরোয়া গতির জাগুয়ার। চালককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেটার নয়ডার সেক্টর ওয়ানের স্টেলার জীবন সোসাইটিতে গতকাল ভোর ৬টা নাগাদ জগিং করতে বেরিয়েছিলেন ১৪ বছরের নীরজ। হঠাৎই পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি জাগুয়ার তাঁকে ধাক্কা মারে। গুরুতর চোট পান মাথায় ও বুকে। ভেঙে যায় হাড়ও। তড়িঘড়ি স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে খবর, ওই কিশোরের বাবা ব্যবসায়ী। এই ঘটনার পর তিনি একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে জাগুয়ারের চালককে গ্রেফতার করা হয়েছে।
ওই চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। গাড়িটিকেও আটক করা হয়েছে।