শেষ আপডেট: 28th October 2024 15:37
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ফের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বাগবিতণ্ডা বাধল। বেশ কয়েকজন বিরোধী নেতা সোমবারেও বৈঠক ছেড়ে বেরিয়ে যান। আগের বৈঠকে কাচের বোতল ছোড়া থেকে তৃণমূল এমপির রক্তপাতের ঘটনার পর দেওয়ালির আগে আগুন ঝরে পড়ল সদস্যদের তর্কাতর্কিতে।
এদিনের ঘটনার সূত্রপাত দিল্লি ওয়াকফ বোর্ডের পেশ করা প্রস্তাব নিয়ে। যাঁরা ওয়াকআউট করে বেরিয়ে যান তাঁদের দাবি ছিল, দিল্লি ওয়াকফ বোর্ডের প্রশাসক যিনি যৌথ সংসদীয় কমিটির সামনে হাজির হয়েছিলেন, তিনি দিল্লি সরকারের অজ্ঞাতেই প্রস্তাবে বদল ঘটিয়েছেন। এদিন বৈঠক ছেড়ে বেরিয়ে যান তাঁরা হলেন, আম আদমি পার্টির সদস্য সঞ্জয় সিং, ডিএমকে-র মহম্মদ আবদুল্লা, কংগ্রেসের নাসির হুসেন ও মহম্মদ জাভেদ।
তাঁদের দাবি, দিল্লি পুরসভার কমিশনার এবং দিল্লি ওয়াকফ বোর্ডের প্রশাসক মুখ্যমন্ত্রী আতিশীর অনুমতি না নিয়েই প্রাথমিক রিপোর্ট বদলে দিয়েছেন। বৈঠকের তথা যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান বিজেপির সাংসদ জগদম্বিকা পালের সামনে এই ইস্যুতে হইচই শুরু করে দেন তাঁরা। কমিটি দিল্লি ওয়াকফ বোর্ড ছাড়াও হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড ডেকেছিল।
গত ২২ অক্টোবর শেষ বৈঠকেও বিজেপির এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বচসা থেকে ধুন্ধুমার বাধে। এদিনও শাসক ও বিরোধী সাংসদদের মধ্যে তুমুল বচসা হয়। যার জেরে বিরোধীরা বৈঠক থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান। কিছুক্ষণ পরে তাঁরা বৈঠকে ফিরে এলেও দুই পক্ষে বাদানুবাদ চলতেই থাকে। প্রসঙ্গত, লোকসভাতেও প্রচণ্ড চিৎকার-চেঁচামেচির মধ্য দিয়ে পেশ হয়েছিল এই সংশোধনী বিল। পরে তা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়।