Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
রুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতেইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান
INDIA bloc Opposes One Nation, One Election

এক দেশ, অভিন্ন ভোটে মোদীর সবুজ সংকেতকে লাল পতাকা দেখাল ইন্ডিয়া জোট

ডেরেক ও'ব্রায়েন এদিন এক এক্সবার্তায় বলেন, এটা প্রধানমন্ত্রী মোদী-অমিত শাহর একটি  অতুলনীয় জুমলা।

এক দেশ, অভিন্ন ভোটে মোদীর সবুজ সংকেতকে লাল পতাকা দেখাল ইন্ডিয়া জোট

ইন্ডিয়া জোটের ১৫টি দল কেন্দ্রের এই নীতির বিরোধী।

শেষ আপডেট: 18 September 2024 12:44

দ্য ওয়াল ব্যুরো: 'এক দেশ, অভিন্ন ভোটের' বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার অনুমোদনকে 'গণতন্ত্র-বিরোধী বিজেপি'র 'সস্তা চমক' বলে ব্যাখ্যা করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে বুধবারই ইন্ডিয়া জোটের মুখ্য শরিকদল কংগ্রেসও মন্ত্রিসভার সবুজ সংকেতকে লাল পতাকা দেখিয়েছে। ইন্ডিয়া জোটের ১৫টি দল কেন্দ্রের এই নীতির বিরোধী।

হরিয়ানার নির্বাচনী ইস্তাহার প্রকাশের অনুষ্ঠানে কংগ্রস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, আমরা একে সমর্থন করছি না। আমাদের দেশের মতো গণতন্ত্রে এ নীতি কার্যকর হবে না। গণতন্ত্রকে বাঁচাতে যেখানে যখন প্রয়োজন, তখন নির্বাচন করতে হবে। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন, এটা কোনও বাস্তবসম্মত পথ নয়। এদেশের পক্ষে উপযোগী নয়। আসলে বিজেপি চাইছে বর্তমান সমস্যা থেকে দেশের মানুষের দৃষ্টি ঘুরিয়ে রাখতে।

তৃণমূলের রাজ্যসভা সদস্য ডেরেক ও'ব্রায়েন এদিন এক এক্সবার্তায় বলেন, এটা প্রধানমন্ত্রী মোদী-অমিত শাহর একটি  অতুলনীয় জুমলা। একে গণতন্ত্র-বিরোধী বিজেপির অত্যন্ত সস্তা চমক বলেন ডেরেক। তিনি প্রশ্ন তোলেন, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের ভোটের সঙ্গে মহারাষ্ট্রের ভোট ঘোষণা হল না কেন? তার কারণ হল, এই জুনের বাজেটে মহারাষ্ট্রের সরকার লেড়কি বহিন যোজনা ঘোষণা করেছে। কিন্তু, প্রথম কিস্তির টাকা জমা পড়েছে অগস্টে। দ্বিতীয় কিস্তির টাকা আসবে অক্টোবরে। আপনারা তিন রাজ্যের ভোট একসঙ্গে করতে পারেন না, আবার গোটা দেশের ভোট একসঙ্গে করবেন! আমাদের বলুন, রাজ্য বিধানসভার মেয়াদ বৃদ্ধি কিংবা হ্রাস করে কী করে সংবিধান সংশোধন করা যায়, প্রশ্ন ডেরেকের।

ইন্ডিয়া জোটের আরেক শরিক সিপিএম নেতা তথা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, এক দেশ, অভিন্ন ভোট ব্যবস্থা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করবে। এটা বিজেপির গোপন কর্মসূচি যাতে কেন্দ্রীয় সরকারের হাতে নিরঙ্কুশ ক্ষমতা সঁপে দেওয়া যায়। এতে বোঝা যায়, গত লোকসভা ভোটে যে ধাক্কা বিজেপি খেয়েছে, তাতেও তাদের শিক্ষা হয়নি। 


ভিডিও স্টোরি