Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতীয় নভোচর শুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিনকাশ্মীর পাকিস্তানের, উত্তর-পূর্ব হল নেপাল! ভারতের ভুল ম্যাপ দেখাল ইজরায়েল, পরে চাইল ক্ষমাইজরায়েলি আকাশের রক্ষাকবচ আয়রন ডোম এবং ডেভিড’স ক্ষেপণাস্ত্র বর্মের নাক কেটে দিয়েছে ইরানগুগলের পর এবার ইউটিউব, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে হোমপেজে কালো রিবনবাঁধনি প্রিন্টের স্পোর্টসওয়্যার! দিল্লির ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে নতুন কালেকশন নাইকিরকলকাতায় আসার আগে নৈহাটিতে অনুব্রত, বড়মা-র মন্দিরে পুজো দিলেনদুয়ারে বর্ষা, ভ্যাপসা গরম থেকে মুক্তি সময়ের অপেক্ষা! কবে থেকে টানা বৃষ্টি? কী বলছে আলিপুর আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৪, সূত্র, এখনও নিখোঁজ স্থানীয় অনেকে
Operation Sindoor Outreach Teams Global Mission

অপারেশন সিঁদুরের ব্যাখ্যা দিতে বিশ্বভ্রমণে রওনা দিচ্ছে সর্বদল প্রতিনিধিদল

সর্বদল সংসদীয় প্রতিনিধিরা বিশ্বের নানান প্রান্তে গিয়ে ভারত-বিরোধী জঙ্গি মদত দেওয়া নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দেবেন।

অপারেশন সিঁদুরের ব্যাখ্যা দিতে বিশ্বভ্রমণে রওনা দিচ্ছে সর্বদল প্রতিনিধিদল

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

শেষ আপডেট: 21 May 2025 10:10

দ্য ওয়াল ব্যুরো:অপারেশন সিঁদুর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দরবার করতে চলল ভারত। বুধবারই সর্বদল সংসদীয় প্রতিনিধিরা বিশ্বের নানান প্রান্তে গিয়ে ভারত-বিরোধী জঙ্গি মদত দেওয়া নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দেবেন। এই প্রতিনিধিদলে রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রতিনিধিদল রওনা দেওয়ার আগে বিদেশ সচিব বিক্রম মিসরি সদস্যদের ভারতের দৃষ্টিভঙ্গি ও বক্তব্য বুঝিয়ে দিয়েছেন।

প্রয়াত প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও এবং মনমোহন সিং জমানাতেও এভাবে সর্বদল প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন কোণায় কোণায় গিয়ে প্রচার করে এসেছিলেন। এফএটিএফে ভারতের পূর্ণ তথ্যপ্রমাণের ভিত্তিতে পাকিস্তানকে গ্রে লিস্টে তালিকাভুক্ত করা হয়েছিল। সেই সাফল্যকে সামনে রেখে এদিনই বেলার দিক থেকে প্রতিনিধিরা একেক দিকে রওনা দেবেন।

বিদেশ সচিব সকলকে বলে দিয়েছেন, ভারতের দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমরা শান্তি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু, আমাদের দেশে কোনও রকমের জঙ্গি হামলা বরদাস্ত করা হবে না। নতুন শান্তি স্থাপনের লক্ষ্যে ভারত যে কোনও হামলার মোক্ষম জবাব দেবে। এদিনই বেলা ১১টা ৪০ মিনিটে বিমানে জাপানের উদ্দেশে রওনা দেবে সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন দল। শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বাধীন দল সংযুক্ত আরব আমিরশাহি ও অন্যান্য দেশে যাবে রাত ৯টা নাগাদ।

জেডিইউ নেতা সঞ্জয় ঝায়ের দল যাবে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। তিনি জানান, ভারত ঠিক করেছে যথেষ্ট শান্তিরক্ষার চেষ্টা হয়েছে। পাকিস্তানকে কিছুতেই কাবু করা যায়নি। চোর যদি নিজেই বিচারক হয়, তাহলে যা হবে, পাকিস্তানের দুর্দশা সেরকমই। শিবসেনা নেতা শ্রীকান্ত যাচ্ছেন সংযুক্ত আরব আমিরশাহি। মানবাধিকারের বিরুদ্ধে পাকিস্তানি মদতে জঙ্গিপনার কথা বোঝাবেন মুসলিম দুনিয়াকে।

ঝায়ের দলে রয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা সলমন খুরশিদ, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, জন বার্লা, বিজেপির অপরাজিতা সারঙ্গী, ব্রিজ লাল। এরপর ভারতের লক্ষ্য আছে ১৫ সদস্যের রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের দেশগুলিতে প্রতিনিধিদল পাঠানোর। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়াতে প্রতিনিধিরা যাবেন। কিন্তু এই তালিকা থেকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিন ও আমন্ত্রিত সদস্য পাকিস্তানকে বাদ রাখা হচ্ছে। আরও প্রতিনিধিদল যাবে আফ্রিকাভুক্ত দেশগুলি ও ইউরোপে। ডিএমকে নেত্রী কানিমোঝি বৃহস্পতিবার রওনা দেবেন রাশিয়া, স্লোভেনিয়া, গ্রিস, লাটভিয়া এবং স্পেনের উদ্দেশে।


ভিডিও স্টোরি