এদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল পুলওয়ামার ত্রাল এলাকার নাদির গ্রাম। সেখানেই এই জইশ জঙ্গিদের হদিশ পেয়ে তল্লাশি অভিযান চালিয়েছিল সেনা।
ফাইল ছবি
শেষ আপডেট: 15 May 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোরে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) নতুন করে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয়েছে ভারতীয় সেনার (Indian Army)। সেনার ফাঁদে পড়েছিল তিন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) সংগঠনের সন্ত্রাসবাদী। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিন জঙ্গিকেই নিকেশ করেছে ভারতীয় সেনা। তাদের নাম আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমদ ভাট বলে খবর।। প্রত্যেকেই পুলওয়ামার বাসিন্দা ছিল।
এদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল পুলওয়ামার ত্রাল এলাকার নাদির গ্রাম। সেখানেই এই জইশ জঙ্গিদের হদিশ পেয়ে তল্লাশি অভিযান চালিয়েছিল সেনা। 'অপারেশন সিঁদুর'-এর পর জঙ্গি নিধনে 'অপারেশন কেল্লার' অভিযান শুরু করা হয়েছে। গত মঙ্গলবার সেই অভিযানেই সোপিয়ানে খতম করা হয়েছিল ৩ লস্কর জঙ্গিকে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এবার নিকেশ হল ৩ জইশ জঙ্গি।
পহেলগামের ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযান করেছে ভারত। পাক সেনা পাল্টা হামলা চালানোয় পরিস্থিতি যুদ্ধের দিকে এগিয়েছিল। তবে গত শনিবারই দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু সীমান্ত এলাকায় উত্তেজনা একেবারেই কমেনি। বরং এলওসি-তে আক্রমণের বহর আরও বাড়িয়ে দেয় পাক বাহিনী। এদিকে জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের গতিবিধিও আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই প্রেক্ষিতেই আবার নতুন করে 'অপারেশন কেল্লার' অভিযান শুরু করেছে সেনা।
জঙ্গি নিকেশের পাশাপাশি কাশ্মীরের নানা জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করছে ভারতীয় সেনা। গত মঙ্গলবারই সোপিয়ান থেকে রাইফেল, গ্রেনেড, বেশ কয়েকটি বন্দুক এবং কয়েকটি ব্যাগ উদ্ধার হয়েছে। জঙ্গিদের ব্যবহার করা টাকার ব্যাগও উদ্ধার করেছে সেনা। গোয়েন্দাদের একটি সূত্রের দাবি, পহেলগামের ঘটনার পরে লস্করের এবং জইশের ১৪ জঙ্গি জম্মু-কাশ্মীরে সক্রিয় ছিল। তার মধ্যে এখনও পর্যন্ত ৬ জঙ্গি নিকেশ হল।