Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?
Operation Keller

Operation Keller: জম্মু-কাশ্মীরে সেনার গুলিতে নিহত ৩ লস্কর জঙ্গি, লড়াই জারি উপত্যকায়

মঙ্গলবার সেনাবাহিনীর কাছে গোপনসূত্রে খবর আসে সোপিয়ানের জিনপাথের কেল্লের জঙ্গলঘেরা এলাকায় জঙ্গিদের একটি দল লুকিয়ে রয়েছে। দ্রুত তল্লাশি অভিযান শুরু হয়।

Operation Keller: জম্মু-কাশ্মীরে সেনার গুলিতে নিহত ৩ লস্কর জঙ্গি, লড়াই জারি উপত্যকায়

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 May 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের শোপিয়ানে পুলিশ ও সেনার যৌথ অভিযানে নিকেশ তিন জঙ্গি (3 Terrorists Killed In Encounter)। মঙ্গলবার সকাল থেকেই গুলির লড়াই চলছে উপত্যকায়। এখনও আরও একজন জঙ্গির খোঁজে তল্লাশি চলছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন কেল্লার' (Operation Keller)। 

মঙ্গলবার সেনাবাহিনীর কাছে গোপনসূত্রে খবর আসে শোপিয়ানের জিনপাথের কেল্লের জঙ্গলঘেরা এলাকায় জঙ্গিদের একটি দল লুকিয়ে রয়েছে। দ্রুত তল্লাশি অভিযান শুরু হয়। সেইসময়েই সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনারাও। দু'পক্ষের গুলির লড়াইতে নিহত হয় তিন জঙ্গি। তারা পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য বলে জানা যাচ্ছে।

২২ এপ্রিল পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) জবাবে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে 'অপারেশন সিঁদুর' নামের অভিযান চালায় ভারত। শতাধিক জঙ্গিদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা (Indian Army)। গত কয়েকদিন ধরেই সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত। পাকিস্তান পাল্টা হামলা চালালে তা রুখে দিতে সফল হয় ভারত (India)। সংঘর্ষবিরতিতে রাজি হলেও 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) এখনও বন্ধ হয়নি বলেও জানিয়ে দিয়েছে ভারত।

গত ১০ মে, শনিবার বিকেল ৫টার সময়ে ভারত-পাক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তার ৫১ ঘণ্টা পর সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি স্পষ্ট করেই বলেন, 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)  বন্ধ হয়নি। তা স্থগিত হয়েছে মাত্র। পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপর আমরা নজর রাখছি। আমাদের তিন বাহিনী সমরসজ্জায় প্রস্তুতও রয়েছে। দরকার পড়লেই ফের জবাব দেব।

প্রধানমন্ত্রী গতকাল ফের স্পষ্ট করে দেন, আগামী দিনে পাকিস্তানের সঙ্গে যদি কখনও আলোচনা হয়, তাহলে তা সন্ত্রাস নিয়েই হবে। তা পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। “সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না। বিশ্বকে বলতে চাইব, আমাদের নীতি হল। পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাস নিয়ে হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে পিওকে নিয়েই হবে”।

'অপারেশন সিদুর'-এর পর সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার অভিযোগ, জঙ্গিদের সমর্থন করে তাদের হয়ে সীমান্তে হামলা চালিয়েছে পাক সেনা (Pakistan Army)।  সোমবার দুই দেশের ডিজিএমও বৈঠক করেন। কী আলোচনা হয়েছে সেই বৈঠকে? সূত্রের খবর, ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করার জন্য নিজেদের মধ্যে বেশ কিছু সমঝোতা নিয়ে আলোচনা করেছেন।
 


ভিডিও স্টোরি