রবিবার উত্তরপ্রদেশ সরকার জানায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কুম্ভ মেলায় ‘জিরো-এরর’ পরিকল্পনা করেছেন। অর্থাৎ আর এতটুকু গাফিলতি বা ভুল বরদাস্ত নয়। পুণ্যার্থীদের সুরক্ষা নিয়ে আর কোনও রকম আপস নয়।
দ্য ওয়াল ব্যুরো: মাঘ কুম্ভের অন্যতম প্রধান স্নান, অর্থাৎ বসন্ত পঞ্চমীর ‘অমৃত স্নান’ উপলক্ষে বিপুল ভক্তসমাগম নিয়ন্ত্রণে বিশেষভাবে তৎপর উত্তরপ্রদেশ সরকার। গত মৌনী অমাবস্যার অমৃতস্নানে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যুর ক্ষত এখনও টাটকা। তাই এবার বিশেষভাবে নড়ে বসেছে সরকার। বাড়িয়েছে নিরাপত্তা বিধি। ‘অপারেশন ইলেভেন’ এক নামের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন নিরাপত্তারক্ষীরা।
রবিবার উত্তরপ্রদেশ সরকার জানায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কুম্ভ মেলায় ‘জিরো-এরর’ পরিকল্পনা করেছেন। অর্থাৎ আর এতটুকু গাফিলতি বা ভুল বরদাস্ত নয়। পুণ্যার্থীদের সুরক্ষা নিয়ে আর কোনও রকম আপস নয়। সেই পরিকল্পনার অধীনে ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে এবং ব্রিজগুলিতে যাতায়াত নির্বিঘ্ন রাখতে কঠোর নির্দেশ জারি করা হয়েছে। ত্রিবেণী ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেডের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে অতিরিক্ত ভিড় এড়ানো যায়।
এর পরেও রয়েছে বিশেষ ১১ নীতি, অর্থাৎ ‘অপারেশন ইলেভেন’। তাতে কী কী রাখা হয়েছে?