শেষ আপডেট: 4th December 2023 12:48
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে হিন্দিবলয়ের তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি। তার পর রবিবার দুপুর থেকে সেই জয়কে নরেন্দ্র মোদীর জয় হিসাবে তুলে ধরতে নেমে পড়েছে গেরুয়া শিবির। এমনকী প্রধানমন্ত্রী মোদীও বলেছেন, ‘এই জয়ের হ্যাট্রিক চব্বিশেও হ্যাট্রিকের গ্যারান্টি’। বিজেপির পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশও বলতে শুরু করেছেন যে, লোকসভা ভোটের আগে এই জয় বিজেপিকে অক্সিজেন যোগাবে।
সোমবার এ ব্যাপারেই জবাব দিতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপিকে অক্সিজেন যোগাবে না কার্বন ডাই অক্সাইড তা বলতে পারব না। গণতন্ত্রে শেষ কথা নেতারা বলেন না, মানুষ বলে।” এ কথা বলেই অতীতটা স্মরণ করিয়ে দিতে চান অভিষেক।
তৃণমূলের এই তরুণ নেতা বলেন, “উনিশের লোকসভা ভোটের আগে ২০১৮ সালে এই তিন রাজ্যেই হেরেছিল বিজেপি। ছত্তীসগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশের ভোটে কংগ্রেস জিতেছিল। তখন তো বিজেপি নেতারা বলেননি এটা মোদীর হার। বরং তখন বলা হয়েছিল, রাজ্যের ভোটের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই”।
এর আগে ২০০৩ সালে আবার লোকসভা ভোটের আগে এই তিন রাজ্যে ভোটে জিতেছিল বিজেপি। কিন্তু লোকসভা ভোটে দেখা যায় ডাহা হেরে যায় গেরুয়া দল। ভরাডুবি হয় এনডিএ জোটেরও।
পর্যবেক্ষকদের মতে, তিন রাজ্যে জিতেই বিজেপি একটা ধারণা তৈরি করতে চাইছে যে নরেন্দ্র মোদী অপ্রতিরোধ্য। গোটা দেশে তাঁর সমর্থনে হাওয়া রয়েছে। রাজনীতি আসলে ধারণার খেলা। কে কী গ্রহণযোগ্য ন্যারেটিভ তৈরি করতে পারছে, তার উপরেই অনেক কিছু নির্ভর করে। বিজেপির সেই ন্যারেটিভটা নিয়েই প্রশ্ন তুলতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বোঝাতে চেয়েছেন, ২০১৮ সালে তিন রাজ্যে বিধানসভা ভোটের ফলাফলের প্রভাব যদি লোকসভা ভোটে না থাকে, তা হলে এবার তা থাকবে সেই গ্যারান্টি কে দিল?
এদিন রাম মন্দিরের উদ্বোধন প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিষেক। তাঁর কথায়, ভোটের ঠিক আগে মন্দিরের উদ্বোধন হচ্ছে। ধর্মীয় আবেগে সুড়সুড়ি দিয়ে ভোটে জিততে চাইছে। সরকারের প্রকৃত সাফল্য থাকলে ধর্মের আশ্রয় নিতে হত না।