প্রতীকী ছবি
শেষ আপডেট: 27th December 2024 17:13
দ্য ওয়াল ব্যুরো: শীতের মরশুম চলছে। বছরও প্রায় সেশ হতে চলল। এই সময় অনেকেরই ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে। যদি তা ফ্লাইটে করে হওয়ার থাকে তাহলে সদ্য 'ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি-র' (BCAS) নতুন হ্যান্ড লাগেজের নিয়ম জেনে নেওয়া প্রয়োজন।
প্রি-এমবার্কেশন সিকিউরিটি চেকপয়েন্টে যাত্রীদের চাপ ক্রমশ বাড়ছে। যার কারণে রিতিমতো নাস্তানাবুদ হতে হচ্ছে বিসিএএস ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-কে (সিআইএসএফ)। আর তাই এই দুই বাহিনী বিমানে হ্যান্ড লাগেজের নিয়ম শক্ত করেছে। যে নিয়ম সমস্ত বিমান সংস্থাকে মেনে চলতে হবে।
নতুন এই বিসিএএস হ্যান্ড ব্যাগেজের নিয়ম মোতাবেক, যাত্রীরা এখন বিমানের মধ্যে শুধুমাত্র একটা হ্যান্ড লাগেজ রাখতে পারবেন। ডোমেস্টিক উড়ান বা আন্তর্জাতিক উড়ানের মধ্যে একজন যাত্রী কেবল একটি হ্যান্ড ব্যাগ বা কেবিন ব্যাগ নিতে পারেন।
বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইকোনমি বা প্রিমিয়াম ইকোনমি ক্লাসের যাত্রীরা সর্বাধিক ৭ কেজি ওজনের হ্যান্ড লাগেজ রাখতে পারবেন। বিজনেস ক্লাসে তা ১০ কেজি পর্যন্ত। শুধু তাই নয়, লাগেজের মাপও ঠিক করে দিয়েছে বিমান সংস্থা। বলা হয়েছে ব্যাগ উচ্চতায় ৫৫ সেমি (২১.৬ ইঞ্চি), দৈর্ঘ্য ৪০ সেমি (১৫.৭ ইঞ্চি), এবং প্রস্থে ২০ সেমি (৭.৮ ইঞ্চি) হতে হবে।
২০২৪ সালের ২ মে-এর আগে যে সমস্ত যাত্রীরা বিমানের টিকিট বুক করেছেন তাঁরা এই নয়া নিয়মের আওতায় পড়বেন না। এক্ষেত্রে ইকোনমি ক্লাসের যাত্রীদের ৮ কেজি, প্রিমিয়াম ইকোনমিদের জন্য ১০ কেজি আর বিজনেস ক্লাসের জন্য ১২ কেজি পর্যন্ত ছাড় দেওয়া হবে। ২ তারিখের পর থেকে যে কোনও টিকিটের ক্ষেত্রে যাত্রীদের নতুন লাগেজ নিয়ম মেনে চলতে হবে।
তবে এখানে বলে রাখা ভাল, ইন্ডিগো এয়ারলাইন্স যাত্রীদের সর্বোচ্চ ৭ কেজি ওজনের একটি কেবিন ব্যাগ বহন করার অনুমতি দেয়। এছাড়াও ৩ কেজি ওজনের হ্যান্ড লাগেজ নিয়ে বিমানে চড়ায় ছাড় দেওয়া হয় যাত্রীদের।