শেষ আপডেট: 30th October 2023 11:51
দ্য ওয়াল ব্যুরো: পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। পুজোর চার দিনের তুলনায় এখন দাম প্রায় দ্বিগুণ হওয়ার জোগাড়। কলকাতার খুচরো বাজারে দাম উঠেছে ৭০-৮০ টাকা কেজি। কয়েকটি রাজ্যে দাম আরও চড়েছে।
এরই মধ্যে রাজনীতিও শুরু হয়েছে। ভোটমুখী পাঁচ রাজ্যে বিরোধীরা ইতিমধ্যে পেঁয়াজের দামকে ইস্যু করে সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।
বাজারে জোগান কমে যাওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে। অবস্থা সামাল দিতে কেন্দ্রীয় সরকার পেঁয়াজের রপ্তানিতে নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করেছে।
সরকারি তরফে বলা হয়েছে প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য ৮০০ ডলার বেঁধে দিয়েছে কেন্দ্রের বাণিজ্য মন্ত্রক। রবিবার থেকে এই নির্দেশ বলবৎ হয়। পেঁয়াজ বিদেশে যাওয়া কমাতেই এই সিদ্ধান্ত।
যদিও ওয়াকিবহাল মহল মনে করছে এতে দামের খুব একটা হেরফের হবে না। কারণ, হিমঘরের পেঁয়াজ তলানিতে ঠেকেছে।
এক খুচরো ব্যবসায়ীর কথায় পুজোর চারদিন ভাল পেঁয়াজ ৪০-৪৫ টাকা কেজি বিক্রি হয়েছে। এখন সেটাই হয়ে গেছে প্রায় ৭০ টাকা।
পেঁয়াজের পাইকারি ব্রিক্রেতা এবং কৃষি সমবায়গুলি সূত্রে খবর, গত পনেরো-কুড়ি দিনে দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশের বেশি।
সংশ্লিষ্ট সূত্রের খবর, ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের দাম ঊর্ধ্বগামী থাকার সম্ভাবনা প্রবল। ফলে খোলা বাজারে দাম একশো টাকায় পৌঁছে যাওয়াও অসম্ভব নয়।
ভোটমুখী পাঁচ রাজ্য ত্তীসগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরামে কংগ্রেস রবিবার থেকে পেঁয়াজের দাম নিয়ে সরকারকে নিশানা করতে শুরু করেছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় অতীতে গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশে ক্ষমতা হারিয়েছে বিজেপি সরকার। আগামী মাসে পাঁচ রাজ্যে ভোট। তারমধ্যে উৎসবের মরশুম চলছে। কিন্তু ডিসেম্বরের আগে দাম কমার আশা দেখছে না সংশ্লিষ্ট মহল।
অনাবৃষ্টির কারণে এই পরিস্থিতি বলে জানানো হয়েছে। এই সময় মহারাষ্ট্র, কর্নাটকের মাঠ থেকে বিশেষ প্রজাতির পেঁয়াজ বাজারে আসে। এবার সেই পেঁয়াজের দেখা নেই।
গত বছর উৎপাদন কম হওয়ায় এ বছর অগাস্টে পেঁয়াজ রপ্তানিতে পরোক্ষে নিয়ন্ত্রণ আরোপ করে কেন্দ্র। পেঁয়াজের উপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক চাপায় মোদী সরকার। যাতে বিদেশে কম পাঠানো হয়।