শেষ আপডেট: 7th February 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা ইতিমধ্যে ১০৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে। অভিযোগ, তাঁরা অবৈধভাবে সেদেশে বসবাস করছিলেন। তবে আমেরিকা-ফেরত ভারতীয়দের মধ্যে একজন দাবি করেছেন, তাঁর কাছে বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁকে সামরিক বিমানে তোলা হয়েছে। বারবার অনুরোধ করলেও কেউ কোনও কথা শোনেনি।
ফেরত আসা ভারতীয় নাগরিকদের মধ্যে ৩০ জন করে পাঞ্জাব, গুজরাত এবং হরিয়ানারা বাসিন্দা। এছাড়া রয়েছেন মহারাষ্ট্রের ৩ জন, উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড়ের ২ জন। তাঁদের মধ্যে আবার ১৯ জন মহিলা এবং ১৩ জন নাবালকও রয়েছে। মহিলাদেরই একজন দাবি করেছেন, তাঁর কাছে গত ২ বছর ধরে বৈধ ভিসা ছিল। তা সত্ত্বেও তাঁকে ফেরত পাঠানো হয়েছে। মহিলার কথায়, 'আমরা শুধু ওখানে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পুলিশ নিজে থেকে এসেই আমাদের নিয়ে গেল। কিছু বললেও শোনেনি কেউ।' এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে সে দেশের নাগরিকদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে এই প্রথম ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের এভাবে 'ডিপোর্ট' করল আমেরিকা।
আমেরিকা থেকে ফিরে এসে অনেকেই ব্যাখ্যা করেছেন তাঁদের বিগত কয়েকদিনের 'অত্যাচারের' কথা। জানিয়েছেন, তাঁদের হাত-পা বেঁধে বাক্সের মতো ঠেলে, ছুড়ে ফেলা হয়েছে বিমানে। মার্কিন প্রশাসনের তরফেও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে ভারতীয়দের হাত-পা বেঁধে প্লেনে তুলছে সেনা।
ইউএস বর্ডার পেট্রল প্রধান মাইকেল ব্যাঙ্কস সেই ভিডিও পোস্ট করে লেখেন, অবৈধভাবে যারা বাস করছিল সেইসব এলিয়েনদের ভারতে পাঠানো হয়েছে। কেউ যদি বেআইনিভাবে দেশে প্রবেশ করে তাহলে তাকে সরিয়ে দেওয়া হবে। এরই মধ্যে এই মহিলার দাবি ঘিরে এখন চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর কাছে যদি সত্যি বৈধ ভিসা থেকে থাকে, তাহলে তাঁকে কেন ফেরত পাঠানো হল, সেটা নিয়েই এখন প্রশ্ন।
রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ছবিতে যে বিষয়টি ফুটে উঠেছে এই ভারতীয়রা সেটাই চাক্ষুষ করেছেন। কেউ ৩০ লক্ষ তো কেউ ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন এজেন্টকে। প্রতিশ্রুতি পেয়েছিলেন বৈধ ভিসা পেয়ে যাবেন। আমেরিকায় যাওয়ার পর কোনও অসুবিধা থাকবে না। কিন্তু হয়েছে সম্পূর্ণ উল্টো। বৈধ ভিসা তো দূরের কথা, কেউ কিছু জায়গায় যাওয়ার জন্য বিমান বা জাহাজও পাননি। একাধিক দেশ ঘুরে আমেরিকা সীমান্তে পৌঁছে তাঁরা গ্রেফতার হন।
গত ১৫ বছরে আমেরিকা থেকে মোট ১৫ হাজার ৭৫৬ জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে! শুক্রবার সংসদে এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাজ্যসভায় এই তথ্য তুলে ধরে তিনি বলেন, 'আমেরিকার এই বহিষ্কারের প্রক্রিয়া নতুন কিছু নয়, এটি বহু বছর ধরেই চলে আসছে।'