এর ফলে রাজ্য বিধানসভা ও লোকসভা ভোট একসঙ্গে হবে
শেষ আপডেট: 18 September 2024 10:31
দ্য ওয়াল ব্যুরো: এক দেশ, অভিন্ন ভোট নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সুপারিশ অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার ক্যাবিনেট বৈঠকে দেশজুড়ে অভিন্ন ভোটের নীতি অনুমোদন পায়। প্রসঙ্গত, গত লোকসভা ভোটের আগে মার্চ মাসে রামনাথ কোবিন্দ সুপারিশ জমা দিয়েছিল। এর ফলে রাজ্য বিধানসভা ও লোকসভা ভোট একসঙ্গে হবে এবং নির্বাচন সংক্রান্ত কোষাগার থেকে প্রতিবছর কোটি কোটি টাকা খরচ বেঁচে যাবে। সূত্রে জানা গিয়েছে, আগামী শীত অধিবেশনেই এ নিয়ে বিল আনতে পারে সরকারপক্ষ।
এদিন এক সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এক দেশ, অভিন্ন ভোট দুদফায় কার্যকর হবে। তাঁর দাবি, এই প্রস্তাবে অধিকাংশ দল সমর্থন দিয়েছে। তিনি আরও বলেন, এই কাজে একটি অভিন্ন ভোটার তালিকা তৈরি হবে। কোবিন্দ প্যানেলের সুপারিশ কার্যকর করতে একটি কমিটি গঠন করবে কেন্দ্র।
উল্লেখ্য, দ্বিতীয় মোদী সরকার এই অভিন্ন ভোট করার বিষয়ে একটি প্যানেল গঠন করেছিল। যা বিজেপির নির্বাচনী ইস্তাহারের প্রতিশ্রুতি ছিল। কোবিন্দ প্যানেল গত মার্চে ১৮,৬২৬ পাতার একটি রিপোর্ট জমা দেয় এ ব্যাপারে। প্রথম পদক্ষেপেই সব বিধানসভা এবং লোকসভা একসঙ্গে করার ব্যাপারে সুপারিশ করে প্যানেল। এর জন্য সংবিধান সংশোধনে রাজ্যগুলির অনুমোদন প্রয়োজন হবে না।
এর পরবর্তী পদক্ষেপে লোকসভা ও বিধানসভাগুলির ভোটের সঙ্গে পুরসভা-পঞ্চায়েত ভোটও মিলিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে এক দেশ, অভিন্ন ভোট বাস্তবে রূপায়ণ করতে অন্তত ১৮টি সংবিধান সংশোধনী আনতে হবে বলে সুপারিশ করেছে কোবিন্দ প্যানেল। গত স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নীতির সপক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, এটা সময়ের দাবি। বারবার নির্বাচন দেশের অগ্রগতির পথ রুদ্ধ করে। এ সপ্তাহের গোড়ার দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই দাবিকে দ্বিগুণ করে বলেন, তৃতীয় মোদী সরকারের জমানাতেই এক দেশ অভিন্ন ভোট দেশে কার্যকর করা হবে।