শেষ আপডেট: 23rd October 2024 19:35
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ১১ জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত এখনও অধরা। সে-ই গুলি চালিয়েছিল বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে। তার সঙ্গে আরও একজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
গত রবিবার নভি মুম্বই থেকে দশম অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার হরিয়ানা থেকে অমিত সিং কুমার নামের ২৯ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সিদ্দিকি খুনে জড়িত থাকা একাধিক অভিযুক্তদের মধ্যে এই অমিত আছে বলেই সন্দেহ পুলিশের। এখন তাকে জেরা করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
১২ অক্টোবর, শনিবার মুম্বইয়ের বান্দ্রার নির্মল নগরে ছেলে জিশানের অফিসের সামনে খুন হন এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। প্রথমে ২ জনকে খুনের সুপারি দেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। তারা বাবা সিদ্দিকিকে খুন করবে না বলে জানিয়ে দেয়। তারপর উত্তরপ্রদেশের ধরমরাজ কাশ্যপ, গুরনেল সিং ও শিবকুমার গৌতমকে এই কাজের দায়ভার দেয় বিষ্ণোই গ্যাং। ঘটনার দিন বাবা সিদ্দিকির সঙ্গে যে কনস্টেবল ছিলেন তাঁকে সাসপেন্ড করেছে মুম্বই পুলিশ।
পুলিশি তদন্তে ইতিমধ্যে এটাও জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে ১০ বার সিদ্দিকিকে খুন করার চেষ্টা করেছিল আততায়ীরা! তবে প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট হয় নিশানা। কিন্তু ১২ অক্টোবর কোনও ভুল করেনি তারা। পরিকল্পনা মাফিক হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। বাবা সিদ্দিকির পুত্র তথা জ়িশান সিদ্দিকির দলীয় কার্যালয়ের সামনে খুন হন এনসিপি নেতা। নিজের গাড়িতে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়।