শেষ আপডেট: 2nd November 2024 17:40
দ্য ওয়াল: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। এবার বিমানে কার্তুজ উদ্ধারের ঘটনায় নয়া বিতর্কে জড়িয়েছে ভারতের এই উড়ান সংস্থার নাম। গত দুসপ্তাহে পাঁচশোর বেশি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। তার মধ্যেই এমন ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
শনিবার এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, গত ২৭ অক্টোবর দুবাই থেকে দিল্লি বিমানবন্দরে ফেরে এআই৯১৬ বিমান। ওই বিমানেই একটি সিটের পকেট থেকে কার্তুজ উদ্ধার হয়েছে।
সব যাত্রীকে নামানোর পরই বিষয়টি নজরে আসে। কিন্তু আচমকা কী করে সেটা এল? কে বা রেখে গেল? সিটটি কার নামে বুকিং ছিল কিছুই জানা যায়নি।
এয়ার ইন্ডিয়ার তরফে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে যাত্রীরা নিরাপদে নামলেও এমন খবর সামনে আসতেই প্রশ্নের মুখে পড়েছে উড়ান সংস্থা। যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই একের পর এক ঘটনা সামনে আসছে। এভাবে কী আদৌ যাতায়াত করা নিরাপদ? প্রশ্ন তুলেছেন অনেকেই।
গত কয়েক দিন ধরে লাগাতার বিভিন্ন বিমানসস্থার বিমানে বোমাতঙ্ক ছড়াচ্ছে। যে আইপি অ্যাড্রেসগুলি ব্যবহার করে বোমার হুমকিবার্তা পাঠানো হচ্ছে, তার মধ্যে বেশ কয়েকটি চিহ্নিত করা হয়েছে। তদন্তকারীদের মতে, ৮০ শতাংশ হুমকিই আসছে ভারতের বাইরে থেকে।
শুক্রবারই বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে নাগপুর থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ।