শেষ আপডেট: 13th January 2025 12:42
আজ, ১৩ জানুয়ারি ২০২৫, ধূমকেতুটি সূর্যের কাছাকাছি তার পথের (perihelion) সবচেয়ে নিকটবর্তী বিন্দুতে পৌঁছবে। এটি সূর্য থেকে মাত্র ৮৭ লক্ষ মাইল দূরে থাকবে।
এর ফলে ধূমকেতুটি প্রায় -৩.২ ম্যাগনিচ্যুডে উজ্জ্বল হয়ে আকাশে দৃশ্যমান হবে। দক্ষিণ গোলার্ধে থাকা দর্শকরা এটি সূর্যাস্তের পরপরই খালি চোখে দেখতে পারবেন। তবে, উত্তর গোলার্ধে এটি অপেক্ষাকৃত কম উজ্জ্বল এবং দিগন্তের খুব কাছাকাছি অবস্থানে থাকার কারণে পর্যবেক্ষণ কিছুটা কঠিন হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীরা জি ৩ অ্যাটলাস-কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সূর্যের কাছাকাছি যাওয়ার কারণে ধূমকেতুটির আয়ু নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ বৃহৎ ধূমকেতুরা এই ধরনের অবস্থানে প্রায়ই ভেঙে যায়। ফলে পরবর্তী ১ লক্ষ ৬০ হাজার বছর পরে এটি আদৌ ফিরবে কিনা, তা অনিশ্চিত।
ফলে এই বিরল ঘটনাকে ঘিরে বিজ্ঞানী ও তারাপ্রেমীদের মধ্যে প্রবল উত্তেজনা রয়েছে। এটি দেখার জন্য দূরবীন বা বাইনোকুলারের ব্যবহার পরামর্শ দেওয়া হয়েছে, যা ধূমকেতুটিকে আরও স্পষ্ট ভাবে দেখতে সাহায্য করবে।
জ্যোতির্বিদ ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে জি ৩ অ্যাটলাস ধূমকেতুটির একটি ছবিও তুলেছেন। এটি মহাজাগতিক যাত্রায় পৃথিবীর উপর দিয়ে উড়ে যাওয়ার বিরল মুহূর্তের ছবি।
It is totally amazing to see a comet from orbit. Atlas C2024-G3 is paying us a visit. pic.twitter.com/6Npqa2Wksf
— Don Pettit (@astro_Pettit) January 11, 2025
এই একটি বারের সাক্ষাৎ পৃথিবীর আকাশপ্রেমীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। যারা আজ রাতের আকাশে এই ঐতিহাসিক ধূমকেতুকে দেখতে পাবেন, তাদের জন্য এটি একটি চিরস্মরণীয় মুহূর্ত। কারণ জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এটি একটি বিরল ও স্বর্ণালী অধ্যায় হয়ে থেকে যাবে।