মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা, সদ্যোজাত সন্তান (New Born Baby) এবং পরিবারের আরেক মহিলা সদস্য।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 June 2025 15:04
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা, সদ্যোজাত সন্তান (New Born Baby) এবং পরিবারের আরেক মহিলা সদস্য। সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যখন প্রসূতিকে নিয়ে অ্যাম্বুল্যান্সটি গ্রামের পথে ফিরছিল।
পিপারিয়া থানার ইনচার্জ গিরীশ ত্রিপাঠী জানান, ২১ বছর বয়সি অঞ্জলি রাজপুত সম্প্রতি ২৬ জুন হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর অঞ্জলি, নবজাতক এবং তাঁর দুই মহিলা আত্মীয় একটি অ্যাম্বুল্যান্সে করে নিজেদের গ্রাম সাররা কিশোরে ফিরছিলেন।
রাস্তায় আচমকা অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি আমগাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান অঞ্জলি, সদ্যোজাত শিশু ও সঙ্গে থাকা এক মহিলা আত্মীয়। অ্যাম্বুল্যান্স চালক এবং আরেকজন মহিলাযাত্রী গুরুতর আহত হয়েছেন।
এই দুর্ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।