শেষ আপডেট: 10th January 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্টে হাজির হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধরনের কোনও অনুষ্ঠানে এটাই মোদীর প্রথম উপস্থিতি। আর স্বাভাবিকভাবেই সেখানে উঠে এসেছে রাজনীতির কথা। পডকাস্টে সোশ্যাল মিডিয়ার রমরমার আগের এবং পরের রাজনীতির ফারাক বুঝিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে, বিরোধীদের কটাক্ষ কীভাবে তিনি সহ্য করেন তার ব্যাখ্যাও দিয়েছেন।
'মোটা চামড়া' নিয়ে একটি গল্প বলেছেন নরেন্দ্র মোদী। তিনি জানান, অনেকেই তাঁকে জিজ্ঞেস করেন, বিরোধীরা তাঁকে এত গালাগালি দেন প্রতি সময়, নানা ধরনের মন্তব্য করেন, সেগুলি তিনি কীভাবে সামলান। মোদী বলেন, আহমেদাবাদীদের স্বভাবের মধ্যেই একটা শান্তভাবে থাকে। এই প্রসঙ্গে তিনি একটি গল্প শোনান। কী সেই গল্প?
মোদী বলেন, ''আহমেদাবাদের এক ব্যক্তি স্কুটার নিয়ে যাচ্ছিল। তাঁর সঙ্গে অন্য একজনের প্রায় ধাক্কা লাগে। সে তাঁকে সঙ্গে সঙ্গে গালাগালি দেওয়া শুরু করল। কিন্তু ওই ব্যক্তি কিছুই বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকল। ইতিমধ্যে অন্য একটি লোক এসে তাঁকে জিজ্ঞেস করল, 'কী মশাই, আপনাকে এত গালি দিচ্ছে আর আপনি কিছুই বলছেন না?' পাল্টা লোকটি বলল, 'আমাকে দিচ্ছে, কিছু নিয়ে তো চলে যাচ্ছে না...!' আমরা এমনই হই।''
বিষয়টি নিয়ে মোদীর বক্তব্য, এইসব ক্ষেত্রে মোটা চামড়ার দরকার রয়েছে। কিন্তু এগুলি নিয়ে না ভেবে অত্যন্ত সংবেদনশীল হওয়া এবং নিজেকে শান্ত রাখার প্রয়োজন। তাঁর কথায়, আগের লোকও গালি দেবে, পরের লোকও দেবে। শুধু রাজনীতি নয়, যে কোনও অফিস বা যে কারও বাড়িতেও এমন ঘটনা অল্প-বিস্তর ঘটে। তাই সেগুলি নিয়ে ভেবে কোনও লাভ নেই। এমনই মত মোদীর।
এই পডকাস্টেই মোদী আরও বলেন, তিনি এখনও পর্যন্ত খারাপ উদ্দেশে কোনও কাজ করেননি। আর এটাও পণ করেছেন যে, পরিশ্রম করতে গিয়ে তিনি কখন পিছু হটবেন না। গত লোকসভা নির্বাচনের আগে মোদী নিজেকে 'ঈশ্বর প্রদত্ত' বলেছিলেন। তবে এই পডকাস্টে তাঁর মন্তব্য, ''আমিও ভুল করতে পারি, কারণ আমিও মানুষ, কোনও ভগবান নই। তবে আমি নিজের জন্য না, মানুষের জন্য করে যেতে চাই।''
এছাড়া দু’জনের আলোচনায় বিশ্বের যুদ্ধ পরিস্থিতি, মোদীর প্রথম ও দ্বিতীয় মেয়াদের পার্থক্য এবং রাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা-- এসব বিষয় ঘুরেফিরে আসে।