শেষ আপডেট: 27th July 2024 07:37
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর পিজিতে তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনায় আততায়ী এখনও পলাতক। তার খোঁজ পেতে এবার পিজির সেদিনের হামলার সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনল পুলিশ।
এ ব্যাপারে শুক্রবার রাতে এক বিবৃতিতে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, পিজিতে নারী হত্যার তদন্তে তিনটি বিশেষ দল গঠন করা হয়েছে। খুনীকে গ্রেফতারের জন্য সবরকম চেষ্টা চলছে।
মঙ্গলবার ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর কোরমঙ্গলাতে। মৃত তরুণীর নাম কৃতী কুমারী (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সেদিন পিজিতে পৌঁছে ওই তরুণীকে ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিল এক অজ্ঞাতপরিচয় যুবক। তরুণীর সঙ্গীরা পুলিশে ফোন করার মুহূর্তেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত।
পুলিশের প্রকাশিত সিসিটিভিতে দেখা যাচ্ছে, পিজির দরজায় কড়া নাড়ছে এক যুবক। দরজা খোলার পর কৃতী কুমারী নামে ওই তরুণীকে আক্রমণ করে অভিযুক্ত। পিছমোরা করে করিডর ধরে প্রীতিকে বারান্দার এক কোণে টেনে এনে তাঁর ঘাড়ে নৃশংসভাবে ছুরির কোপ মারা হয়। ছুরি দিয়ে আঘাত করা হয় বুকেও।
সিসিটিভিতে দেখা যাচ্ছে, মেয়েটি প্রতিরোধের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তরুণীর চিৎকারে পিজির অন্যরা ছুটে আসে। এক তরুণীকে মোবাইলে পুলিশের নম্বরে ডায়াল করতেও দেখা যায়। এরপরই অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার জেরে পিজির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কী কারণে খুন, তাও এখনও স্পষ্ট নয়।