শেষ আপডেট: 14th March 2025 12:53
দ্য ওয়াল ব্যুরো: এক মহিলাকে গাড়ি চাপা দিয়েও হুনশ ফেরেনি মদ্যপ যুবকের (Drunk Man)। ধাক্কা দিয়ে আরও কয়েকজনকে জখম করে 'উল্লাস'। চিৎকার করে গাড়ির চালক বলছেন, 'আরও একবার হয়ে যাক'। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। গুজরাতের ভদোদরা (Vadodara Gujarat) এলাকার এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার (Arrest) করা হয়েছে ইতিমধ্যেই।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে কারেলিবাগে। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এক যুবক। তাঁর গাড়ি ধাক্কা মারে সেখানে থাকা একাধিক গাড়িতে। পিষে দেন হেমালিবেন প্যাটেল নামে এক মহিলাকেও। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালো রঙের একটি গাড়ি দ্রুতগতি আসার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একাধিক মোটরসাইকেলে ধাক্কা মারে প্রথমে। তারপর ধাক্কা মারে কয়েকজন পথচারীকেও। দুই শিশু-সহ অন্তত চারজন আহত হন গাড়ির ধাক্কায়।
ভদোদরা পুলিশের জয়েন্ট কমিশনার লীনা প্যাটেল জানিয়েছেন, জেরায় অভিযুক্ত স্বীকার করেছেন যে তিনি নেশা করেছিলেন। তবে ঠিক কী জাতীয় মাদক খেয়েছিলেন ওই যুবক তা তদন্তসাপেক্ষ।