শেষ আপডেট: 19th September 2024 08:50
দ্য ওয়াল ব্যুরো: ফের হাত পড়ল ডাক্তারের গায়ে! এবার গুজরাতের ভাবনগরের একটি বেসরকারি হাসপাতালে হিংসার শিকার হলেন এক ডাক্তার।
জানা গেছে, মাথায় চোট নিয়ে এক মহিলা হাসপাতালে এসেছিলেন। এমারজেন্সি বিভাগে রাখা হয়েছিল তাঁকে। সেখানে ঢোকার আগে রোগীর পরিবারের সদস্যদের চটি খোলার অনুরোধ করেন ডাক্তারবাবু। তাতেই তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
হামলার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন আহত মহিলা। তাঁর পাশে দাঁড়িয়ে কয়েকটি লোক। এক ডাক্তার এসে তাঁদের বলেন, জুতো খুলে রাখতে। তাতেই মারমুখী হয়ে ওঠেন রোগী পরিবারের এক সদস্য।
দেখুন ভিডিও।
Young Doctor assaulted at Sihor hospital in #Bhavnagar district;
— Indian Doctor???????? (@Indian__doctor) September 16, 2024
Altercation erupts over removing shoes.
A verbal altercation turned violent when relatives of a female patient were instructed to remove their footwear before entering the emergency ward."#MedTwitter @JPNadda pic.twitter.com/b91PU6eECD
জানা গেছে আক্রান্ত ওই ডাক্তারের নাম জয়দীপসিংহ গোহিল। তাঁর সঙ্গে পরিবারের সদস্যের মারপিট শুরু হলে বিছানায় শুয়ে থাকা আহত মহিলা এবং রুমের ভিতরে উপস্থিত নার্সিং স্টাফরা বাধা দেন। তবু চলতে থাকে মারধর। ওষুধপত্র ও অন্যান্য সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়।