শেষ আপডেট: 31st January 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ ট্রাকে রাখা সিলিন্ডারে বিস্ফোরণ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তামিলনাড়ুর সালেমের হাইওয়ে তৈরির কাজে নিযুক্ত শ্রমিকরা। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনা হল, বৃহস্পতিবার সন্ধ্যায় চিন্নাপ্পামপট্টিতে চার লেনের একটি হাইওয়েতে সিলিন্ডার দিয়ে রাস্তায় সাদা দাগ টানার কাজ চলছিল। তখনই হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে প্রথমে একটি ট্রাকে সামান্য আগুন জ্বলতে দেখা যায়। তারপর একজন ব্যক্তিকে বালতি করে জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করেন।
কয়েক সেকেন্ড পরেই সিলিন্ডার থাকার কারণে ট্রাকটিতে বিস্ফোরণ হয়। যা বিশাল আঁকার ধারণ করে। ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে ভাঙা গাড়ির ধ্বংসাবশেষ রাস্তায় পড়ে থাকতেও দেখা যায়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।