শেষ আপডেট: 9th August 2024 18:48
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ১৮ মাস পর শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। এই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন দিল্লির একটি স্কুলের অনুষ্ঠানে কেঁদে ফেললেন দিল্লির শিক্ষামন্ত্রী এবং আপ নেত্রী অতীশি।
কান্না ভেজা গলায় অতীশি বলেন, "আমরা বিশ্বাস রেখেছিলাম। সত্যের জয় হল। দিল্লির ছাত্ররা জয়ী হয়েছে।"
কেন একথা বলছেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে অতীশি আরও বলেন, "দরিদ্র শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন করেছেন মণীশ। তাই তাঁকে মিথ্যে মামলায় ১৮ মাস জেলবন্দি করে রাখা হয়েছিল।"
একইভাবে কেজরিওয়ালও শীঘ্রই মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করে দিল্লির শিক্ষামন্ত্রী বলেন, "আশারাখি দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও শীঘ্রই জামিন পাবেন। এটাই বিজয় দিল্লির মানুষের।"
দিল্লির বাতিল করা আবগারি দুর্নীতি মামলায় গত বছরের ২৬ ফেব্রুয়ারি সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তার বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা এনেছিল ইডি। আপের তরফে প্রথম থেকেই অভিযোগ করা হয়েছিল, রাজনৈতিক কারণে এই গ্রেফতার। মামলার বিশেষ অগ্রগতি না হওয়ায় এভাবে আটকে রাখা বিচারের প্রতারণার নামান্তর, এই যুক্তিকে এদিন সিসোদিয়ার জামিন মঞ্জুর করেছে সুপ্রিমকোর্টের বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ।
ওই একই মামলাতে গত ২০ জুন দিল্লির মখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। এখন তিনি রয়েছেন তিহার জেলে। ২০ অগস্ট ফের মামলার শুনানি হওয়ার কথা।