জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
শেষ আপডেট: 3rd November 2024 17:50
দ্য ওয়াল ব্যুরো: লালচকের গ্রেনেড হামলার নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন 'সাধারণ মানুষের উপর বারবার এই হামলা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।'
রোববার জম্মু ও কাশ্মীরে শ্রীনগরে গ্রেডেড হামলা চালায় জঙ্গিরা। অন্তত ১২ জন সাধারণ মানুষ এই বিস্ফোরণে জখম হয়েছেন বলে খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আহত সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। শ্রীনগরের অন্যতম এলাকা লালচক। সেখানে অল ইন্ডিয়া রেডিও স্টেশনের বাইরে এই গ্রেনেড হামলা হয়। রোববার করেই লালচকে বাজার বসে। কেনাকাটির জন্য প্রচণ্ড ভিড়ও হয়। সেখানেই এই বিস্ফোরণ ঘটেছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা। ইতিমধ্যেই এলাকায় পৌঁছে গিয়েছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ঘিরে ফেলা হয়েছে গোটা চত্বর।
সূত্রের খবর, বাজারে ঠেলাগাড়ির ওপর একটি অস্থায়ী দোকানে জঙ্গিরা এই বিস্ফোরণটি ঘটায়। কোথা থেকে জঙ্গিরা হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। কাছাকাছি ছিল সিআরপিএফের বাঙ্কার। সেখানেই হামলা চালানোর পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চলছে জঙ্গিদের খোঁজে।
The last few days have been dominated by headlines of attacks & encounters in parts of the valley. Today’s news of a grenade attack on innocent shoppers at the ‘Sunday market’ in Srinagar is deeply disturbing. There can be no justification for targeting innocent civilians. The…
— Omar Abdullah (@OmarAbdullah) November 3, 2024
প্রসঙ্গত, প্রায় দশ বছর পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছে। তারপরেও অশান্ত উপত্যকা। গতপরশু অর্থাৎ শুক্রবার দু'জন পরিযায়ী শ্রমিককে গুলি করে মারে জঙ্গিরা। তার পরই যৌথ জঙ্গিদমন অভিযানে নামে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনী। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় শ্রীনগরের খয়নার ও অনন্তনাগে জঙ্গিদের লুকিয়ে রয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান।
গত ২৪ তারিখ গুলমার্গে সেনার গাড়িতে হামলা হয়েছিল। ভারতীয় সেনার ১৮ রাষ্ট্রীয় রাইফেলসের গাড়িতে হামলা চালানো হয়। সেই ঘটনায় দুই জওয়ান শহিদ হন। পাশাপাশি দুই সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছিল। মনে করা হচ্ছে এই হামলার নেপথ্যে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম রয়েছে।
এই ঘটনারও আগে সোনমার্গে এক চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিক খুন হয়। শ্রমিকদের থাকার জন্য যে তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল সেখানেই জঙ্গিরা হামলা করে। গত ১৮ অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিককে হত্যা করেছিল জঙ্গিরা।