শেষ আপডেট: 20th October 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ৩দিন পরই ম্যারাথনে দৌড়ে রেকর্ড গড়লেন ওমর আবদুল্লাহ। নিজেই নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা। রবিবার সকালে শ্রীনগরের ডাল লেকের পাশে মাত্র ২ ঘণ্টায় ২১ কিলোমিটার দৌড়ালেন তিনি। অভিজ্ঞতা শেয়ার করলেন এক্স হ্যান্ডেলে।
এক কিলোমিটার পার করেছেন মাত্র ৫ মিনিট ৫৪ সেকেন্ডে। এতটা দৌড়াতে পারবেন সে আন্দাজ মোটেও ছিল না। তাই ম্যারাথন শেষে তৃপ্তি পেয়েছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর এক্স হ্যান্ডেলে লেখেন, 'আমি কাশ্মীরে হাফ ম্যারাথন শেষ করলাম সবে। অসম্ভব খুশি নিজেকে নিয়ে। ২১ কিলোমিটার দৌড়েছি। ৫ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়েছি প্রতি কিলোমিটারে। আমি আজ শুধু এগিয়ে যাচ্ছিলাম আমার মতোই আরও দৌড়বাজদের এনার্জি দেখে।'
I’m so damn pleased with myself today. I completed the Kashmir Half Marathon - 21 KM at an average pace of 5 min 54 sec per KM. I’ve never run more than 13 KM in my life & that too only ever once. Today I just kept going, propelled by the enthusiasm of other amateur runners like… pic.twitter.com/yZVjFz5oJ4
— Omar Abdullah (@OmarAbdullah) October 20, 2024
এক্স হ্যান্ডেলে তিনি আরও লেখেন, 'আমি জীবনে ১৩ কিলোমিটারের চেয়ে বেশি কোনওদিন দৌড়াইনি। এই ১৩ কিলোমিটারও যে দৌড়েছি সেটা জীবনে কয়েকবার মাত্র। অনুশীলন নেই, পরিকল্পনা নেই, পুষ্টির দিকে খেয়াল রাখার বিষয় নেই। শুধু একটা কলা নিলাম সঙ্গে কয়েকটা খেজুর। দৌড় দিলাম। বাড়ির সামনে দিয়ে দৌড় ও সকলের উৎসাহ দেওয়া, এই পুরো ম্যারাথনের সবচেয়ে সেরা মুহূর্ত ছিল।'
ম্যারাথন নিয়ে এরপরও একাধিক পোস্ট করেন ওমর আবদুল্লাহ। সকলের সঙ্গে সেলফি তোলা, মানুষজনের থেকে বিভিন্ন আবেদন পাওয়া, সাংবাদিকদের থেকে সাক্ষাৎকারের চেষ্টা, এই সব কিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। পোস্ট করে ছবি ও ভিডিও-ও।
নিজে দৌড়ে উদাহরণ দিয়ে সকলকে সুস্থ থাকার পরামর্শ দেন এদিন। স্ট্রেস থেকে মুক্তির পথ যে এটাই, সে কথাও বলেন। এক্স হ্যান্ডেলে লেখেন, 'স্ট্রেস থেকে বাঁচতে ড্রাগ, নেশা ইত্যাদির প্রয়োজন হয় না। এক কিলোমিটার হোক বা ম্যারাথন, এভাবে দৌড়ালে স্ট্রেস চলে যাবে। একবার চেষ্টা করে দেখুন। আমার মনে নয়, আপনাকে নিরাশ করবে না। আসুন ড্রাগ মুক্ত জম্মু ও কাশ্মীর গড়ে তুলি।'
দিল্লিতে হওয়া ম্যারাথন ও সেখানকার বাতাসের গুনমান নিয়ে অভিযোগ করতে দেখা যায় একজনকে। তার পরিপ্রেক্ষিতে সকলকে কাশ্মীর ম্যারাথনে যোগ দেওয়ার আবেদন জানান ওমর। বলেন, 'আসুন কাশ্মীরের ম্যারাথনে যোগ দিন। সুন্দর চোখ জোড়ানো পরিবেশ পাবেন, দূষণও কম পাবেন।'