শেষ আপডেট: 6th January 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানের মাটিতে পাকিস্তানি বোমারু বিমানহানার তীব্র নিন্দা করল ভারত। সোমবার বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, নিজের ব্যর্থতার দায় পড়শির ঘাড়ে চাপানো পাকিস্তানের পুরনো অভ্যাস। উল্লেখ্য, সম্প্রতি পাক তালিবান জঙ্গি নিকেশ করতে আফগান সীমান্তে জেট বিমান দিয়ে হানাদারি চালায় ইসলামাবাদ। যে ঘটনায় পাকতিকা প্রদেশে প্রায় ৪০-৪৬ জন নিরীহের মৃত্যু হয়। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সবার্তায় বলেন, শিশু ও নারীসহ আফগানিস্তানের নিরীহ নাগরিকের উপর বিমানহানার খবর আমরা জানতে পেরেছি। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা করছি।
তিনি আরও বলেন, নিরীহ নাগরিকের উপর যে কোনও ধরনের হামলার বিরোধী আমরা। আফগান মুখপাত্র এই হামলা নিয়ে যা বলেছেন, আমরা তাও নজরে এনেছি। পাকিস্তানের বরাবরের পুরনো অভ্যাস এই যে, ওরা নিজেদের ব্যর্থতা ঢাকতে সবসময় প্রতিবেশী দেশের উপর দায় চাপানোর চেষ্টা করে।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমেল জেলায় পাকিস্তানি বিমানহানায় নারী-শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে তালিবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের বোমারু বিমান জেলার চারটি এলাকায় বোমাবর্ষণ করে। তাতে শিশু ও মহিলা সহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানি বাহিনীর এক পদস্থ কর্তা বলেন, সীমান্ত এলাকায় তালিবান জঙ্গিদের আনাগোনা বেড়ে যাওয়ায় এই হামলা হয়েছে। সাধারণ মানুষ নয়, জঙ্গি ঘাঁটিগুলিকেই টার্গেট করেছে জেট বিমানগুলি।
আফগান প্রতিরক্ষা দফতরের তরফে এই হামলাকে বর্বর এবং স্পষ্টতই আগ্রাসনের চেষ্টা বলে বর্ণনা করা হয়েছে। তালিবান কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এই হামলার জবাব দেওয়া হবে। আফগানিস্তানের ইসলামি আমিরশাহি ছেড়ে কথা বলবে না। এই কাপুরুষের মতো আচরণ বরদাস্ত করবে না তালিবান। দেশের সীমান্ত, জমি এবং সার্বভৌমত্ব রক্ষাই আমাদের প্রধান ও প্রথম কর্তব্য বলে হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান।