Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইও
Andhra Pradesh News

স্ত্রীকে 'মারধর' মাতাল স্বামীর, মেয়েকে বাঁচাতে যাওয়ায় শ্বশুর-শাশুড়িকে কোপাল জামাই!

অভিযুক্ত যুবকের নাম ভেঙ্গাইয়া। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। রাতে বাড়ি ফিরে দু'জনের মধ্যে কথাকাটাকাটি হয়।

স্ত্রীকে 'মারধর' মাতাল স্বামীর, মেয়েকে বাঁচাতে যাওয়ায় শ্বশুর-শাশুড়িকে কোপাল জামাই!

ছবি-এআই

শেষ আপডেট: 30 June 2025 08:31

দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর। মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে খুন প্রৌঢ় দম্পতি। গুরুতর জখম হয়েছে স্ত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অন্ধ্রপ্রদেশের নেল্লোড়ে জেলায় (Drunk Andhra man kills in-laws)। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম ভেঙ্গাইয়া। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। রাতে বাড়ি ফিরে দু'জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরমাঝেই স্ত্রী অঙ্কাম্মাকে তাঁর বাবা-মা'র সামনেই ছুরি দিয়ে মারতে যান, মেয়েকে বাঁচাতে ছুটে আসেন অঙ্কাম্মার বাবা কাল্লাইয়া ও মা জয়ম্মা। তাঁদের বাধা দেওয়াতেই ভেঙ্গাইয়া আরও রেগে যান এবং শ্বশুর-শাশুড়িকে ছুরি দিয়ে কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।

অঙ্কাম্মা গুরুতর আহত অবস্থায় (Sustained Serious Injuries) এখন উদয়গিরি গভর্নমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই ভেঙ্গাইয়া পালিয়ে যায়। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যেই একটি খুনের মামলা রুজু হয়েছে।

পাশাপাশি, তামিলনাড়ুর থিরুভারুর জেলাতেও ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। মন্নারগুড়ির এআইএডিএমকে (AIADMK) আইটি শাখার নেতা আনন্দ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি নেশার ঘোরে নিজের প্রতিবেশী এক বৃদ্ধা মহিলাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন অভিযুক্ত আনন্দ বাবু। সেইসময় তাঁর প্রতিবেশী মুতুলক্ষ্মী নিজের পোষ্যদের বকছিলেন। আনন্দ বাবু মনে করেন ওই মহিলা তাঁকে শুনিয়ে চিৎকার করছেন। ওই বৃদ্ধার ঘরে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করেন। আশেপাশের লোকজন মুতুলক্ষ্মীকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় আনন্দ বাবুর বিরুদ্ধেও খুনের মামলা রুজু করা হয়েছে। তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ।


ভিডিও স্টোরি