অভিযুক্ত যুবকের নাম ভেঙ্গাইয়া। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। রাতে বাড়ি ফিরে দু'জনের মধ্যে কথাকাটাকাটি হয়।
ছবি-এআই
শেষ আপডেট: 30 June 2025 08:31
দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর। মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে খুন প্রৌঢ় দম্পতি। গুরুতর জখম হয়েছে স্ত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অন্ধ্রপ্রদেশের নেল্লোড়ে জেলায় (Drunk Andhra man kills in-laws)। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম ভেঙ্গাইয়া। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। রাতে বাড়ি ফিরে দু'জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরমাঝেই স্ত্রী অঙ্কাম্মাকে তাঁর বাবা-মা'র সামনেই ছুরি দিয়ে মারতে যান, মেয়েকে বাঁচাতে ছুটে আসেন অঙ্কাম্মার বাবা কাল্লাইয়া ও মা জয়ম্মা। তাঁদের বাধা দেওয়াতেই ভেঙ্গাইয়া আরও রেগে যান এবং শ্বশুর-শাশুড়িকে ছুরি দিয়ে কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।
অঙ্কাম্মা গুরুতর আহত অবস্থায় (Sustained Serious Injuries) এখন উদয়গিরি গভর্নমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই ভেঙ্গাইয়া পালিয়ে যায়। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যেই একটি খুনের মামলা রুজু হয়েছে।
পাশাপাশি, তামিলনাড়ুর থিরুভারুর জেলাতেও ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। মন্নারগুড়ির এআইএডিএমকে (AIADMK) আইটি শাখার নেতা আনন্দ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি নেশার ঘোরে নিজের প্রতিবেশী এক বৃদ্ধা মহিলাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন অভিযুক্ত আনন্দ বাবু। সেইসময় তাঁর প্রতিবেশী মুতুলক্ষ্মী নিজের পোষ্যদের বকছিলেন। আনন্দ বাবু মনে করেন ওই মহিলা তাঁকে শুনিয়ে চিৎকার করছেন। ওই বৃদ্ধার ঘরে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করেন। আশেপাশের লোকজন মুতুলক্ষ্মীকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় আনন্দ বাবুর বিরুদ্ধেও খুনের মামলা রুজু করা হয়েছে। তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ।