শেষ আপডেট: 1st October 2024 19:23
দ্য ওয়াল ব্যুরো: প্রতি মাসেই লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। উৎসবের মরসুমেও তা থেকে নিস্তার মিলল না। মঙ্গলবার অক্টোবর মাসের প্রথম দিনেই ফের বাড়ল দাম। তবে গৃহস্থালির নয়, দাম বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের।
মঙ্গলবার মাস শুরুর প্রথম দিনেই নয়া দামের তালিকা সামনে এসেছে। সেখানে চোখ রাখলেই দেখা যাচ্ছে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪৮.৫০ টাকা বেড়েছে। এছাড়া ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ১২ টাকা বাড়ানো হয়েছে।
সেপ্টেম্বরের প্রথম দিনেই ৩৯ টাকা দাম বেড়েছিল বাণিজ্যিক এলপিজি গ্যাসের। তবে গৃহস্থালির জন্য ব্যবহার করা এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়নি। ১৪ কেজি সিলিন্ডার মিলবে ৮০০ টাকাতেই। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের নয়া দাম ১৮৫০.৫০ টাকা হয়েছে। সেপ্টেম্বরে যার দাম ছিল ১৮০২.৫০ টাকা।
প্রতি মাসের শুরুতেই তেল বিপণন সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম ঘোষণা করে। বাজারের পরিস্থিতি বুঝেই দামের ওঠাপড়া লেগে থাকে।
উৎসবের মরসুমে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়তেই মাথায় হাত হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের। সবমিলিয়ে গত তিন মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ৯৪ টাকা বেড়েছে।