শেষ আপডেট: 28th January 2025 10:29
দ্য ওয়াল ব্যুরো: জোর করে ধর্ম পরিবর্তন করার ঘটনায় কয়েক বছর আগেই গভীর উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। জবরদস্তি করে ধর্ম পরিবর্তন আটকাতে কেন্দ্রীয় সরকারকে কড়া আইন তৈরির সুপারিশও করা হয়। কাউকে বেআইনি ভাবে ধর্মান্তরিত করা অপরাধ। তবে তা ডাকাতি, খুন, ধর্ষণের মতো গুরুতর অপরাধ নয়। সম্প্রতি এক মামলায় এমনই পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের।
ঘটনা হল, সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশের একটি বেআইনি ধর্মান্তরের অভিযোগের শুনানি চলছিল। সেখানে এক মানসিক ভারসাম্যহীন কিশোরকে অন্য ধর্মে রূপান্তর করতে বাধ্য করা অভিযুক্তের জামিন মঞ্জুর হয়।
এই মামলাটি এর আগে উত্তরপ্রদেশের নিম্ন আদালতে চলছিল। সেখানে জামিন পাননি তিনি। পরে অভিযুক্ত জামিন চেয়ে এলাহাবাদ হাইকোর্টে গেলেও আবেদন খারিজ হয়ে যায়।
বাধ্য হয়ে শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে মামলা ওঠে। সেখানেই অভিযুক্তকে জামিন দেওয়া হয়।
জানা গিয়েছে, ঠিক কী কারণে অভিযুক্তকে জামিন দেওয়া হয়নি, তা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তেরও সমালোচনা করে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বেআইনি ধর্মান্তর করানো অপরাধ ঠিকই, কিন্তু খুন, ধর্ষণ বা ডাকাতির মতো গুরুতর কোনও অপরাধ নয়। এলাহাবাদ হাইকোর্টের এ ব্যাপারে আরও বিচক্ষণ হওয়া উচিত ছিল বলেও জানায় বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ।