সূত্রের খবর, এই হামলার নেপথ্যে রয়েছে আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (JNIM)। মালি জুড়ে বহু সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত এই সংগঠন।
ওড়িশার বাসিন্দা ভেঙ্কটরমণ
শেষ আপডেট: 5 July 2025 09:25
দ্য ওয়াল ব্যুরো: মালিতে (Mali) কর্মরত তিন ভারতীয় নাগরিককে (Three Indians) অপহরণ করেছে আল-কায়েদা (Al-Qaeda) ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী! এই খবর প্রকাশ্যে আসা মাত্রই নড়েচড়ে বসেছে ভারত সরকার। তাদের ফিরিয়ে আনার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে সে দেশের প্রশাসনকে। কিন্তু এই তিনজন কারা, সে ব্যাপারে এতদিনে সেভাবে কোনও তথ্য মেলেনি। এবার তা জানা গেল।
মালির পশ্চিমাংশে কায়েস (Kayes) অঞ্চলের ডায়মন্ড সিমেন্ট কারখানায় মঙ্গলবার (১ জুলাই) রাতে হামলা চালায় একদল জঙ্গি। স্থানীয় সূত্রে খবর, সেই হামলার সময় তিন ভারতীয় কর্মীকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকবাজরা। এরপর থেকেই তাঁদের আর কোনও খোঁজ মেলেনি। দুজনের পরিচয় সম্পর্কে এখনও জানা না গেলেও বাকি একজনের পরিচিতি প্রকাশ্যে এসেছে।
সূত্রের খবর, ওই যুবক ওড়িশার (Odisha) বাসিন্দা ভেঙ্কটরমণ। উনি মুম্বইয়ের এক বেসরকারি সংস্থা ব্লু-স্টারে কাজ করতেন। সংস্থাই তাঁকে মালির ডায়মন্ড সিমেন্ট কারখানায় পাঠিয়েছিল। বিগত ৬ মাস ধরে তিনি মালিতে কাজ করছিলেন। ইতিমধ্যেই তার পরিবার পুলিশকে জানিয়েছে, শেষবার ভেঙ্কটরমণের সঙ্গে তাঁদের কথা হয়েছিল ৩০ জুন। পরে ৪ জুলাই তাঁদের ব্লু-স্টার কর্তৃপক্ষ ফোনে জানায়, ভেঙ্কটকে পুলিশ গ্রেফতার করেছে তবে চিন্তার কিছু নেই! তবে পরে প্রতিবেশীদের থেকে আসল বিষয়টি জানেন তাঁরা।
সূত্রের খবর, এই হামলার নেপথ্যে রয়েছে আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (JNIM)। মালি জুড়ে বহু সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত এই সংগঠন। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)। এক সরকারি বিবৃতিতে তারা জানিয়েছে, “এই বর্বরোচিত হামলা ও অপহরণের ঘটনা নিন্দাজনক। ভারত সরকার মালির প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে, যেন অপহৃত ভারতীয়দের দ্রুত ও নিরাপদ মুক্তি নিশ্চিত করা হয়।”
মালির বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন, পুলিশ এবং কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। অপহৃতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রক। জানানো হয়েছে, “পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সর্বস্তরে যোগাযোগ রেখে চেষ্টা চলছে যাতে দ্রুত ও নিরাপদে অপহৃতদের ফিরিয়ে আনা যায়।”