শেষ আপডেট: 27th August 2024 13:18
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ড, মহারাষ্ট্রের বদলাপুর, মালয়ালম সিনেমা জগৎ। ধর্ষণ, খুন, যৌন হেনস্তা, নারী নিগ্রহের একের পর এক ঘটনায় দেশ এখন উত্তেজনার আগুনে ফুটছে। তা সত্ত্বেও এই ধরনের ঘটনার যেন বিরাম নেই। মহারাষ্ট্রের রত্নগিরিতে ১৯ বছরের কিশোরী এক নার্সিং ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক অটো চালকের বিরুদ্ধে।
অন্যদিকে, আর জি করে ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার পরেও মহিলা ডাক্তারদের উপর হামলার মতো ঘটনাও ঘটল তিরুপতিতে। শ্রীবেঙ্কটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে এক জুনিয়র ডাক্তারের চুলির মুঠি ধরে লোহার খাটের উপর ঠুকে দেওয়ার দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়।
উত্তরপ্রদেশের মিরাটে এক দোকানদারের বিরুদ্ধে নাবালিকা ও কিশোরীদের যৌন নিগ্রহের ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, দোকানে আসা নাবালিকা ও কিশোরীদের যৌন নিগ্রহ করে তার ছবি তুলে রাখত সে। এবং তা দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিকবার এরকম অপরাধের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ৩৭ বছরের ওই মুদির দোকানের মালিকের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে।
মহারাষ্ট্রের রত্নগিরিতে এক কিশোরী নার্সিং ছাত্রী বাড়ি ফেরার জন্য একটি অটোয় ওঠেন। অভিযোগ, তখন ওই চালক তাঁকে জল খেতে দেন। কিন্তু সেই জলে মাদক মেশানো ছিল। যা খেয়ে ওই ছাত্রী সংজ্ঞা হারিয়ে ফেলেন। তখন অটো চালক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে অভিযোগ।
এই ঘটনার কথা জানাজানি হতেই রত্নগিরির নার্সিং কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। জেলার সব হাসপাতালের বাইরে নার্সরা বিক্ষোভ দেখান মঙ্গলবার। দোষী ব্যক্তির ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করেছেন তাঁরাও। নার্সদের সঙ্গে যোগ দিয়েছেন হাসপাতালের অন্য কর্মী ও সাধারণ মানুষও। জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে অবরোধ চলছে।
এদিকে, অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে এক রোগী জুনিয়র মহিলা ডাক্তারের উপর আচমকা চড়াও হন। ছবিতে দেখা গিয়েছে, মহিলার চুলের মুঠি ধরে লোহার খাটের সঙ্গে ঠুকে দিচ্ছেন তিনি। তা দেখে সহকর্মী ডাক্তাররা তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন। হাসপাতালের ডিরেক্টরকে এক প্রতিবাদপত্রে ডাক্তাররা লিখেছেন, ওই মহিলা ইন্টার্ন জরুরি বিভাগের মেডিসিনে কাজ করছিলেন। ঘটনার সময় সেখানে কোনও নিরাপত্তা কর্মীকে দেখা যায়নি বলে তাঁদের অভিযোগ। ডাক্তাররা হাসপাতাল চত্বরে নিরাপত্তার দাবিতে বিক্ষোভে ফুসছেন।