প্রতীকী ছবি।
শেষ আপডেট: 16 August 2024 03:04
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এক নার্সকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করা হয়েছে। ঘটনাটি রাজ্যের উধম সিং নগর জেলার।
পুলিশ তদন্তে নেমে এক ব্যক্তিকে উত্তর প্রদেশের বেরলি থেকে গ্রেফতার করেছে। নার্সের দেহ মেলে উত্তর প্রদেশেরই রামপুর থেকে।
পুলিশ জানিয়েছে, প্রমাণ লোপাটের উদ্দেশ্য নার্সের মাথা থেঁতলে দেয় অভিযুক্ত। জঙ্গল ঘেরা এক নির্জন রাস্তার ধারে নার্সের দেহ ফেলে দেয় অভিযুক্ত।
পুলিশ সুত্রে জানানো হয়েছে, ঘটনাটি গত মাসের ৩০ তারিখের। ওই দিন নিহত নার্সের বোন স্থানীয় থানায় দিদি নিখোঁজ বলে ডায়েরি করেন। পুলিশ নার্সের কর্মস্থল থেকে বাড়ি ফেরার রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। অনেল চেষ্টার পর অভিযুক্তকে উত্তর প্রদেশের বেরেলি থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা সম্ভব হয়। সে পেশায় দিনমজুর।
পুলিশ বোঝার চেষ্টা করছে, ধৃতের সঙ্গে আরও কেউ ছিল কিনা। মনে করা হচ্ছে, কোনও গোপন জায়গায় আটকে রেখে ধর্ষণের পর খুন করা হয় ওই নার্সকে।