Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক
Uttarakhand

উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নার্সকে ধর্ষণ

পুলিশ জানিয়েছে, প্রমাণ লোপাটের উদ্দেশ্য নার্সের মাথা থেঁতলে দেয় অভিযুক্ত। জঙ্গল ঘেরা এক নির্জন রাস্তার ধারে নার্সের দেহ ফেলে দেয় অভিযুক্ত।

উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নার্সকে ধর্ষণ

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 16 August 2024 03:04

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এক নার্সকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করা হয়েছে। ঘটনাটি রাজ্যের উধম সিং নগর জেলার। 

পুলিশ তদন্তে নেমে এক ব্যক্তিকে উত্তর প্রদেশের বেরলি থেকে গ্রেফতার করেছে। নার্সের দেহ মেলে উত্তর প্রদেশেরই রামপুর থেকে। 

পুলিশ জানিয়েছে, প্রমাণ লোপাটের উদ্দেশ্য নার্সের মাথা থেঁতলে দেয় অভিযুক্ত। জঙ্গল ঘেরা এক নির্জন রাস্তার ধারে নার্সের দেহ ফেলে দেয় অভিযুক্ত।

পুলিশ সুত্রে জানানো হয়েছে, ঘটনাটি গত মাসের ৩০ তারিখের। ওই দিন নিহত নার্সের বোন স্থানীয় থানায় দিদি নিখোঁজ বলে ডায়েরি করেন। পুলিশ নার্সের কর্মস্থল থেকে বাড়ি ফেরার রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। অনেল চেষ্টার পর অভিযুক্তকে উত্তর প্রদেশের বেরেলি থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা সম্ভব হয়। সে পেশায় দিনমজুর। 

পুলিশ বোঝার চেষ্টা করছে, ধৃতের সঙ্গে আরও কেউ ছিল কিনা। মনে করা হচ্ছে, কোনও গোপন জায়গায় আটকে রেখে ধর্ষণের পর খুন করা হয় ওই নার্সকে।


ভিডিও স্টোরি