শেষ আপডেট: 28th November 2024 18:34
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে গণধর্ষণ। এক নার্সকে জালাউন এলাকায় ধর্ষণ করে দুজন। নির্যাতিতার যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লাঠি, লাল লঙ্কার গুঁড়ো। ঘটনায় নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ তাঁর বয়ান রেকর্ড করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা পেশায় নার্স। বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এলাকারই একজনের সঙ্গে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ স্কুটি নিয়ে কাজে যাওয়ার সময় তাঁর পথ আটকায় কয়েকজন। ছিলেন ওই ব্যক্তিও। তারপর তাঁকে ঝোপে নিয়ে যাওয়া হয়। যাঁর সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তিনি এবং তঁর পরিবারের সদস্যরা মিলে মহিলাকে প্রথম বেধড়ক মারধর করেন।
মারধরে বিষয়টি না মিটলে শুরু হয় শারীরিক অত্যাচার। চারজন মিলে মহিলাকে মাটিতে ধরে রাখা হয়। দুজন মিলে ধর্ষণ করে। যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লাঠি। লঙ্কার গুঁড়োও দিয়ে দেওয়া হয়। মহিলা স্বামীকে ফোন করে গোটা বিষয়টি জানান। তাঁর স্বামী পুলিশে ফোন করেন এবং উদ্ধার করা হয় তাঁকে। আপাতত চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
এবিষয়ে নির্যাতিতার স্বামী বলেন, 'আমার স্ত্রীকে এক ব্যক্তি তাঁর ভাইপো এবং আরও কয়েকজন মিলে মারধর করে। চারজন মাটিতে ফেলে আটকে রাখে ও দুজন ধর্ষণ করে।'
জালাউনের অ্যাডিশনাল এসপি প্রদীপ কুমার ভার্মা জানান, খবর পেয়েই বিশেষ পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে এবং হাসপাতালে পাঠায়। মহিলার বয়নের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দেন তিনি।
এই ঘটনা উস্কে দিল কলকাতার আরজি কর ও দিল্লির নির্ভয়া কাণ্ডের স্মৃতি। চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল দিল্লিতে, যা নিয়ে তোলপাড় হয় দেশ। সেখান থেকে শিক্ষা নিয়েও পাল্টায়নি চিত্র। অগস্টে কলকাতার আরজি করেও একই ধরনের ঘটনা হয়। এক জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে।