শেষ আপডেট: 6th November 2024 00:34
দ্য ওয়াল ব্যুরো: গত সোমবারই ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে জেইই (মেন) পরীক্ষা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এবার অ্যাডভান্স পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল জয়েন্ট অ্যাডমিশন বোর্ড।
মঙ্গলবার সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হল এবার থেকে আর দু’বার নয়। একজন প্রার্থী তিনবার জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স দিতে পারবেন। তবে কিছু গাইডলাইনসও বেঁধে দেওয়া হয়েছে।
জানানো হয়েছে, যে সব পরীক্ষার্থীদের জন্ম ১ অক্টোবর ২০২০ বা তার পরে তাঁরাই পরীক্ষা দিতে পারবেন। তবে এসসি বা এসটি প্রার্থীদের জন্য বয়সসীমা ১ অক্টোবর ১৯৯৫ করা হয়েছে।
জেইই-মেন পরীক্ষার ক্ষেত্রে কোনওরকম বদল আনা হয়নি। প্রবেশিকার নিয়ম অনুযায়ী, প্রথম পড়ুয়াদের মেন দিতে হয়। সেখানে উত্তীর্ণরা অ্যাডভান্সে বসার সুযোগ পান। বছরে দু'বার হয় মেন।
অন্যদিকে বছরে মাত্র একবারই নেওয়া হয় অ্যাডভান্স পরীক্ষা। অ্যাডভান্সের পরীক্ষা নেওয়ার দায়িত্ব থাকে আইআইটি-র জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের। প্রতি বছর আলাদা আলাদা আইআইটি-কে এই পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া অ্যাডভান্সের দু'টি পেপারের পরীক্ষা হয় ৬ ঘণ্টা ধরে। এতে কোনও ঐচ্ছিক পেপার থাকে না। দু'টি পেপারের প্রতিটির জন্য ৩ ঘণ্টা করে সময় বরাদ্দ থাকে। জেইই অ্যাডভান্সের গণ্ডি টপকালে আইআইটি, আইআইএসটি ও আরজিআইপিটির মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পান পড়ুয়ারা।