প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 October 2024 16:00
দ্য ওয়াল ব্যুরো: ইউজিসি নেট ২০২৪ সালের জুনের পরীক্ষার ফল ঘোষণা করে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। বৃহস্পতিবার বিষয় এবং ক্যাটেগরি অনুযায়ী এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ইউজিসি নেট ২০২৪-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।
ugcnet.nta.ac.in. - এই লিঙ্কে ক্লিক করে পরীক্ষার ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সকলেরই মনে আছে, চলতি বছর এই নিট নিয়ে দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়েছে দেশ। সেই বিতর্কের মাঝেই ২১ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছিল। দেশজুড়ে কমপক্ষে ১১ লক্ষের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন।
NTA UGC NET Result 2024 Announced On https://t.co/IlqFgWkem4, Check Direct Link#NETresult #NTANET #ABPLive
— NATIONAL TESTING AGENCY (@ntaofficialinn) October 17, 2024
চলতি বছর ইউজিসি নেটের রেজিস্টার করা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২১ হাজার ২২৫ জন। তার মধ্যে, পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ৮৪ হাজার ২২৪ জন। ৪ হাজার ৯৭০ জন জেআরএফের জন্য উত্তীর্ণ হয়েছেন। আর ৫৩ হাজার ৬৯৪ জন অ্যাসিসটেন্ট প্রফেসরের জন্য উত্তীর্ণ হয়েছেন। পিএইচডির জন্য উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৭০ জন।
পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের আগে গত ১২ অক্টোবর উত্তরপত্র প্রকাশিত হয়েছিল। তারও আগে সেপ্টেম্বর মাসে প্রভিশনাল অ্যানসার কী প্রকাশ করা হয়। কোনও উত্তর নিয়ে আপত্তি থাকলে, তা জানানোর শেষ তারিখ ছিল ১৪ সেপ্টেম্বর। সব নিয়ম মেনে সব শেষে ফলপ্রকাশ করা হল।