শেষ আপডেট: 2nd January 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: এনআরআই, তাই তাকে ঠকানো সহজ। এমন ভেবেই বোধহয় দিল্লিতে সামান্য হুইলচেয়ার আর লাগেজ বয়ে দেওয়ার জন্য ১০ হাজার টাকা ধার্য করলেন একজন কুলি। এক-দু'টাকা নয়, ১০ হাজার টাকা। যা জানার পর চোখ কপালে ওঠে রেল কর্মীদেরও।
সম্প্রতি দিল্লির হজরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশনে এক কুলির লাইসেন্স বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। কথা বলে জানা যায় গোটা ঘটনা। পুলিশ জানায়, ওই কুলি এক এনআরআই-এর লাগেজ ও হুইলচেয়ার প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন কিছুদিন আগে। যার জন্য তিনি ওই এনআরআইয়ের থেকে ১০ হাজার টাকা নেন।
ওই এনআরআই যাত্রীর মেয়ে এরপর জানতে পারেন, স্টেশনে হুইলচেয়ার পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। আর তারপরই তিনি মামলা দায়ের করেন। বিষয়টি নজরে আসে রেলওয়ের। হজরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তে নামে এবং ঘটনা সত্যি প্রমাণিত হওয়ায় ওই কুলির লাইসেন্স বাতিল করা হয়।
রেলওয়ের তরফে জানানো হয়েছে, লাইসেন্স বাতিলের পাশাপাশি ৯ হাজার টাকা এনআরআই-কে ফেরতও দেওয়া হয়।
এবিষয়ে নর্দার্ন রেলওয়ে জানায়, দিল্লি ডিভিশনের তরফে ওই কুলির ব্যাজ নিয়ে নেওয়া হয়েছে। এই সব ক্ষেত্রে রেল জিরো টলারেন্স নীতি মেনে চলবে বলেও জানানো হয়।