Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তারকেশ্বর মন্দিরের কৌশলেই দিঘায় রথের ভিড় সামলানোর ভাবনা প্রশাসনের, কী সেই কৌশল?নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? কালীগঞ্জের উপ নির্বাচন নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমারএখনও পর্যন্ত ভর্তি পোর্টালে কতজন নথিভুক্ত হলেন, কটি আবেদন জমা পড়ল? তথ্য দিলেন ব্রাত্যপ্রতিদিন খালি পেটে ভেজানো কিশমিশ, আপনার শরীর ভাল রাখার গোপন টনিক, কী বলছেন বিশেষজ্ঞরা৩ হাজার টাকা দিলেই সারাবছর টোল ফ্রি যাতায়াত! ফাস্টট্যাগে বিরাট সুবিধা নিয়ে হাজির কেন্দ্রটি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশ, গ্রুপ পর্বেই ভারত-পাকিস্তান ম্যাচকপিলের শোয়ে এসে আমির খানের প্রেম নিয়ে মশকরা সলমনের, কী বলেছেন জানেন?'আলিয়ার উত্থানের নেপথ্যে করণ জোহর', ওয়ামিকার বিস্ফোরক মন্তব্যে ফের উঠল নেপোটিজম ইস্যুসতেরোর ইয়ামালের প্রেমিকা ৩০ বছরের ফাতি! তোলাপাড় সোশ্যাল মিডিয়াইজরায়েলের এয়ার ডিফেন্স চাপের মুখে, মিসাইল মজুতও ফুরোচ্ছে: রিপোর্ট
S Jaishankar - Donald Trump

ভারতের তরফে 'শুল্ক মকুবের প্রস্তাব': ট্রাম্পের দাবি মানলেন না জয়শঙ্কর, জানালেন, 'আলোচনা চলছে'

ভারত থেকে নাকি নিঃশুল্ক (Tariff) বাণিজ্যচুক্তির প্রস্তাব পেয়েছিল আমেরিকা (USA)! এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donad Trump)। কিন্তু ট্রাম্পের এহেন দাবিতে সায় দিলেন না ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

ভারতের তরফে 'শুল্ক মকুবের প্রস্তাব': ট্রাম্পের দাবি মানলেন না জয়শঙ্কর, জানালেন, 'আলোচনা চলছে'

এস জয়শঙ্কর এবং ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 15 May 2025 20:15

দ্য ওয়াল ব্যুরো: ভারত থেকে নাকি নিঃশুল্ক (Tariff) বাণিজ্যচুক্তির প্রস্তাব পেয়েছিল আমেরিকা (USA)! এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donad Trump)। কিন্তু ট্রাম্পের এহেন দাবিতে সায় দিলেন না ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ট্রম্পের দাবি একেবারে উড়িয়ে না দিলেও তাঁর বক্তব্য, দুই শুল্কের ব্যাপারে দুই দেশের মধ্যেই আলোচনা চলছে, যা এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সৌদি আরবের দোহায় একটি বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠানে ট্রাম্প জানিয়েছিলেন, ভারত যুক্তরাষ্ট্রকে এমন একটি প্রস্তাব দিয়েছে যেখানে তারা আসলে কোনও শুল্কই নিতে চায় না। বৃহস্পতিবার এর পরিপ্রেক্ষিতেই জয়শঙ্কর জানিয়েছেন, যে কোনও বাণিজ্যচুক্তিই পারস্পরিক ভাবে লাভজনক হতে হবে। সব কিছুর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসা যায় না। যে কোনও বাণিজ্যচুক্তিই দুই দেশের জন্য ফলপ্রসূ হবে। ভারতের প্রত্যাশা এমনই।

বিদেশমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না ওয়াশিংটন এবং নয়াদিল্লির বাণিজ্যচুক্তি সম্পন্ন হচ্ছে, ততক্ষণ এ ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত বা পূর্ব ঘোষণা করা উচিত হবে না।

ভারতীয় বাজারে মার্কিন পণ্যের উপর চড়া শুল্কের অভিযোগ এর আগেও তুলেছেন ট্রাম্প। গত ২ এপ্রিল আমেরিকার বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন হারে আমদানি শুল্ক ঘোষণা করেন তিনি। বাদ যায়নি ভারতও। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। যদিও এক সপ্তাহ যেতে না যেতেই চিন ছাড়া বাকি সব দেশের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রাখেন তিনি।

আগামী ৯ জুলাই ওই সময়সীমা শেষ হবে। তার আগে বাণিজ্যচুক্তি খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে ভারত এবং আমেরিকা আলোচনা চালাচ্ছে। এরই মধ্যে ট্রাম্পের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।

বস্তুত, ভারত-পাক যুদ্ধবিরতির (India Pakistan Ceasefire) পর দুই দেশের সঙ্গেই বাণিজ্য বাড়ানোর কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অথচ মার্কিন সংস্থাকেই ভারতে ব্যবসা করতে বারণ করছেন তিনি। অ্যাপেল (Apple) সংস্থার সিইও টিম কুক-কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ভারতে অ্যাপেলের কারখানা খুলুক, তা তিনি একেবারেই চান না। তাঁর মতে ভারত নিজেই নিজের খেয়াল রাখতে পারে। 'বন্ধু' কুককে এও বলেন, "যদি ভারতের দেখাশোনা করতে চাও, তাহলে সেখানে কারখানা তৈরি করতেই পারো। কিন্তু ভারত বিশ্বের অন্যতম সর্বোচ্চ ট্যারিফ নেওয়া দেশ। তাই ভারতে কিছু বিক্রি করাও কঠিন কাজ হবে।"


ভিডিও স্টোরি