কংগ্রেস এমপি শশী তারুরের পর, বিরল হলেও দলের আরেক সাংসদ, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের মুখেও এবার শোনা গেল মোদীস্তুতি।
চিদম্বরম প্রবল বিজেপি বিরোধী বলে রাজনীতিতে পরিচিত
শেষ আপডেট: 16 May 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস এমপি শশী তারুরের পর, বিরল হলেও দলের আরেক সাংসদ, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের মুখেও এবার শোনা গেল মোদীস্তুতি। এক অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রবীণ কংগ্রেস নেতা চিদম্বরম বলেন, তিনি নিশ্চিত নন যে, বিরোধী জোট ইন্ডিয়া ২০২৯ সালের লোকসভা ভোট পর্যন্ত অটুট থাকবে। সলমন খুরশিদ ও মৃত্যুঞ্জয় সিং যাদবের লেখা 'কনটেস্টিং ডেমোক্র্যাটিক ডেফিসিট' নামে একটি বই প্রকাশ অনুষ্ঠানে রাজ্যসভার সদস্য চিদম্বরমের মত, জোটটির মধ্যেই ক্ষোভবিক্ষোভ ছিল।
রাজ্যসভা এমপি চিদম্বরম যিনি প্রবল বিজেপি বিরোধী বলে রাজনীতিতে পরিচিত, তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি হল 'দুর্দান্ত সংগঠিত' একটি দল। প্রতিটি শাখায় ওদের সংগঠন অত্যন্ত জোরাল ও সংগঠিত। একইসঙ্গে বিরোধী জোটের বিষয়ে উদ্বেগের পূর্বাভাস দিয়ে বলেন, আমার মনে হয় না বিরোধীদের শেষপর্যন্ত টিকে থাকবে।
চিদম্বরমের কথায়, আমারও মনে হয় ইন্ডিয়া জোটে ভবিষ্যৎ উজ্জ্বল নয়, যেমনটা বইতে লিখেছেন মৃত্যুঞ্জয় সিং যাদব। এর উত্তর একমাত্র সলমন (খুরশিদ) দিতে পারবে। কারণ ইন্ডিয়া জোট গঠনের আলোচনা দলে ও ছিল। চিদম্বরম আরও বলেন, যদি ২০২৯ সালের লোকসভা ভোট পর্যন্ত এই জোট টিকে থাকে, তাহলে সবথেকে খুশি আমিই হব। যার জন্য এখনও সময় আছে, এখনও একে জোট বেঁধে রাখা যায়।
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতে, ইন্ডিয়া জোটকে টিকে থাকতে হলে একটি দুর্দান্ত মেশিনারির দলের সঙ্গে লড়াই করতে হবে। যারা সব শাখায় দুর্দান্ত সংগঠিত। তাই সমস্ত ময়দানে শাসকের সঙ্গে জোট বেঁধে থাকতে হবে ইন্ডিয়াকে। আমার অভিজ্ঞতা ও ইতিহাসের ঘটনাক্রম থেকে বলছি, বিজেপির মতো এত দুর্দান্ত সংগঠিত কোনও রাজনৈতিক দল নেই। বিজেপি শুধু অন্য দলের মতো একটি রাজনৈতিক দল নয়, এর পিছনে একটির পর একটি মেশিনারি কাজ করে। আর এই মেশিনারিই গোটা দেশের দলীয় মেশিনারিকে নিয়ন্ত্রণ করে।
চিদম্বরম ব্যাখ্যা দিয়ে বলেন, নির্বাচন কমিশন থেকে নিচু থানা হোক, ওরা নিয়ন্ত্রণ করার ক্ষমতা ধরে। প্রয়োজনে তা দখল করে নিতে পারে। এটা এক ভয়ঙ্কর মেশিনারি, গণতন্ত্রের কাঠামোর ভিতরে থেকে যতটা সম্ভব, ততটাই ওরা কবজা করতে পারে। চিদম্বরমের এই মন্তব্যের জবাবে বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী কংগ্রেস পার্টির উপর একহাত নেন। তিনি বলেন, রাহুল গান্ধীর ঘনিষ্ঠ অনুগামীও বুঝে গিয়েছেন, তাঁর দলের কোনও ভবিষ্যৎ নেই।