শেষ আপডেট: 25th January 2025 13:13
দ্য ওয়াল ব্যুরো: বহু প্রতীক্ষিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (NIA) এ বছরেই উদ্বোধন হতে চলেছে। দিল্লির কান ঘেঁষে উত্তরপ্রদেশের জেওয়ারে এই অত্যাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ প্রায় শেষ পর্বে। এটি চালু হয়ে গেলে দেশের বিমান পরিবহণের নতুন যুগে সূচনা হবে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উপর চাপ কমাতেই রাজধানীর খুব কাছে তৈরি হচ্ছে এয়ারপোর্ট। শুধু দিল্লি নয়, এই বিমানবন্দর চালু হলে আন্তর্জাতিক পর্যটনের অন্যতম আকর্ষণ আগ্রা এবং হিন্দু তীর্থ মথুরা-বৃন্দাবনও নাকের ডগায় চলে আসবে।
আগামী এপ্রিল মাসেই এই বিমানবন্দর চালু হওয়ার কথা। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনেরই উড়ান ওঠানামা করবে এখান থেকে। প্রথমে একটি রানওয়ে দিয়ে পুরোপুরি চালু হয়ে যাবে। এখানে থাকবে ১০টি এরোব্রিজ এবং ২৫টি পার্কিং স্ট্যান্ড। সূত্রে জানা গিয়েছে, নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হবে আগামী ১৭ এপ্রিল, ২০২৫। বিমানবন্দরটি উত্তরপ্রদেশের জেওয়ারে যমুনা এক্সপ্রেসওয়ে থেকে মাত্র ৭০০ মিটার দূরে তৈরি হচ্ছে।
এর ফলে হাইওয়ে ধরে তাজমহলের ঠিকানা আগ্রায় পৌঁছানো অনেক সহজ ও সস্তা হয়ে উঠবে। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (IGIA) থেকে আগ্রা পৌঁছতে যে সময় লাগে, তার থেকে অর্ধেক অর্থাৎ মাত্র ২ ঘণ্টারও কম সময়ে পৌঁছানো সম্ভব হবে তাজের শহর আগ্রায়। শুরুতে একটি টার্মিনাল ও একটি রানওয়ে দিয়ে এই বিমানবন্দরের সূচনা হলেও পরে পর্যায়ক্রমে এর শ্রীবৃদ্ধি ঘটবে। প্রথমে দেশীয় ও আন্তর্জাতিক এবং পণ্যবাহী সহ মোট ৬৫টি বিমান ওঠানামা করবে।
সম্পূর্ণ শেষ হলে এতে থাকবে ৬টি রানওয়ে এবং বছরে প্রায় এক লক্ষ উড়ান চলাচলে সক্ষম করে তোলা হবে। প্রায় ৭ কোটি মানুষ বছরে চলাচল করতে পারবেন এই বিমানবন্দর থেকে। অবশ্য তা শেষ হতে ২০৪০ সাল হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে এই বিমানবন্দর এখনই চালু হলে আগ্রা যাওয়া অনেক সস্তা হয়ে যাবে। নয়ডা থেকে আগ্রা মাত্র ২০০০ টাকা ট্যাক্সি ভাড়ায় যাওয়া যাবে। যেখানে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগ্রা যেতে লাগে ৪০০০ টাকা বা তার বেশি। এছাড়া, মাত্র দুঘণ্টায় পৌঁছানো যাবে মথুরা, বৃন্দাবন এবং আলিগড়ে।
ইন্ডিগো, আকাশ নয়ডা থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ছাড়াও জুরিখ, দুবাই এবং সিঙ্গাপুরে বিমান চালাবে। প্রাথমিকভাবে দিনে ৩০ উড়ান চলবে। দেশের মধ্যে লখনউ, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, দেরাদুন, হুবলি সহ গুরুত্বপূর্ণ শহরগুলিতে বিমান চলাচল করবে। এই ফেব্রুয়ারি থেকেই নয়ডা বিমানবন্দরের উড়ান বুকিং উইন্ডো খুলে যাবে। এরপর এই বিমানবন্দরের কাছাকাছি এলাকা দিয়েই যাবে দিল্লি-বারাণসী হাইস্পিড রেল করিডর। যার ফলে আরও যাত্রী সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।