Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই! ২১ জুলাই বিজেপির 'উত্তরকন্যা অভিযান' প্রসঙ্গে মমতাবাংলাভাষীদের উপর আক্রমণ, মঙ্গলে অনেক দিন পর একসঙ্গে মিছিলে হাঁটবেন মমতা-অভিষেকচন্দননগরের নামী স্কুলে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ, প্রধান শিক্ষক আটকমুখ্যসচিবের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন চাকরিহারারা, আজকের মধ্যেই 'যোগ্য' তালিকা প্রকাশের দাবিSSC: নতুন নিয়োগ বিধি ঘিরে হাইকোর্টে টানাপড়েন, রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চবাইকে বেপরোয়া ধাক্কা মেরে ১০০ মিটার হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকেরনীতি আয়োগের রিপোর্টে উজ্জ্বল বাংলা, কমেছে বেকারত্ব, উন্নত হয়েছে জীবনমান: মুখ্যমন্ত্রীসন্ধে হলেই জিলিপি-সিঙাড়া? প্রিয় স্ন্যাক্স নিঃশব্দে ডেকে আনছে বিপদ, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞসোশ্যাল মিডিয়া জুড়ে তন্ময়ের আপত্তিকর ছবি, বরানগর থানায় অভিযোগ দায়ের সিপিএম নেতার'অন্যায় বরদাস্ত নয়', ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা ইস্যুতে সকলকে পথে নামার বার্তা মমতার
Nobel Laureate Amartya Sen

ভোটের ফল বলছে, দেশ 'হিন্দুরাষ্ট্র' হয়নি, বিনা বিচারে আটকে বিজেপির নিন্দায় সরব অমর্ত্য সেন

গান্ধী, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্রের দেশে হিন্দুরাষ্ট্র হওয়া সম্ভব নয়

ভোটের ফল বলছে, দেশ 'হিন্দুরাষ্ট্র' হয়নি, বিনা বিচারে আটকে বিজেপির নিন্দায় সরব অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ফাইল ছবি।

শেষ আপডেট: 29 August 2024 10:43

দ্য ওয়াল ব্যুরো: বিপুল অর্থব্যয়ে অযোধ্যার রামমন্দির নির্মাণ নিয়ে বিজেপিকে দুষলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রামমন্দির নিয়ে দেশের প্রকৃত চেহারাকে ঢেকে ফেলার চেষ্টাকেও কড়া ভাষায় দুষলেন। আর এসব কারণেই অযোধ্যা বিধানসভা কেন্দ্রের ফৈজাবাদ লোকসভা আসনে বিজেপির ভরাডুবি হয়েছে বলে মনে করেন তিনি।

একইসঙ্গে অমর্ত্য মনে করেন, ভোটের ফলাফলই বলে দিচ্ছে ভারত যে 'হিন্দুরাষ্ট্র' নয়, তা প্রমাণ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট অর্থনীতিবিদ বলেন, রামমন্দির নির্মাণে বিপুল পরিমাণে অর্থ খরচ হয়েছে। এই বৈভব দেখানোর কারণ ছিল ভারতকে হিন্দুরাষ্ট্র বলে প্রতিপন্ন করা। কিন্তু, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষচন্দ্র বসুর দেশে তা হওয়ার কথা নয়। এই চেষ্টার ফলে ভারতের অন্তরাত্মাকে উপেক্ষা করা হয়েছে। এই প্রয়াস ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই, বলেন অমর্ত্য সেন।

নতুন আইনবিধিতে সঠিক বিচার ছাড়া মানুষকে লাগাতার গারদে ভরে রাখার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন সেন। এমনকী বিজেপি সরকারের সরাসরি সমালোচনা করে বলেন, এই পদ্ধতি কংগ্রেস আমলের তুলনায় বিজেপি সরকারের সময়ে বেশি প্রয়োগ হচ্ছে।

অমর্ত্য সেনের কথায়, আমি যখন ছোট ছিলাম, তখন আমার অনেক কাকা ও তুতো ভাইদের বিচার ছাড়াই জেলে পুরে রাখা হয়েছিল। আমরা তখন ভাবতাম, একদিন ভারত এই অত্যাচারের হাত থেকে মুক্ত হবে। কংগ্রেস ক্ষমতায় আসার পরেও এই প্রক্রিয়ার কিছুমাত্র বদল ঘটেনি। কোনও বদল আসেনি। কিন্তু, বর্তমান সরকারের জমানায় সেটা আরও বেড়ে গিয়েছে।

নোবেলজয়ী বলেন, নতুন মন্ত্রিসভার সঙ্গে আগের খুব একটা বদল ঘটেনি। মন্ত্রীরাও প্রায় সকলেই একই মন্ত্রক পেয়েছেন। সামান্য অদলবদল হলেও রাজনৈতিক ক্ষমতাশালীরা এখনও শক্তিশালীই রয়ে গিয়েছেন। রাজনীতিকে মুক্তমনা হতে হবে, বিশেষ করে আমাদের মতো ধর্মনিরপেক্ষ সংবিধানের দেশের ক্ষেত্রে। তাঁর দৃষ্টিতে বেকারি বেড়েই চলেছে এবং প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্র প্রচণ্ড উপেক্ষিত এই দেশে।


ভিডিও স্টোরি