শেষ আপডেট: 15th October 2024 15:18
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ডের ষষ্ঠ শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, জাতীয় টাস্ক ফোর্স যে গঠিত হয়েছিল, তার কাজের বিশেষ কোনও অগ্রগতি হয়নি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআইয়ের তরফে হাজির সলিসিটর জেনারেলের কাছে জানতে চান, জাতীয় টাস্ক ফোর্সের অবস্থী কী? তাদের কাজের গতিপ্রকৃতি কী? যা কিনা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে ভাবনাচিন্তা করে দিশা দেখাবে। প্রধান বিচারপতি কেন্দ্রকে নির্দেশ দিয়ে বলেন, তাড়াতাড়ি যেন এনটিএফ তাদের কাজ সম্পূর্ণ করতে পারে। তার জন্য কেন্দ্রকে জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এদিন শুনানির শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিআইয়ের তরফে সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট জমা দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে। এসজি মেহতা আদালতে জানালেন এই ধর্ষণ ও খুনের মামলায় গত ৭ অক্টোবর চার্জশিট দিয়েছে সিবিআই।
প্রধান বিচারপতি বলেন, আমরা দেখতে চাই টাস্কফোর্স কী কাজ করেছে? সলিসিটর জেনারেল বলেন, সিবিআই আধিকারিকরা নির্যাতিতার মা-বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয় যে, ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর কার কার ভূমিকা আছে তা নিয়ে আরও তদন্তের প্রয়োজন। এছাড়াও আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জমানায় যে আর্থিক অনিয়ম হয়েছিল, তা নিয়েও তদন্ত চলছে।
আদালতের পূর্বতন নির্দেশ অনুযায়ী আইনজীবী বৃন্দা গ্রোভার আদালতে জানান, ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি একটি নোডাল অফিসার নিয়োগ করেছে। যে নোডাল অফিসার নির্যাতিতার পরিচয় প্রকাশ সহ তাঁকে নিয়ে অনলাইনে যেসব প্রচার চলছে সে সম্পর্কিত বিষয়গুলি দেখবে।
প্রধান বিচারপতি চন্দ্রচূড় সলিসিটর জেনারেলের কাছে জানতে চান, টাস্ক ফোর্সের অবস্থা কী? জবাবে তুষার মেহতা বলেন, শেষ বৈঠক হয়েছিল গত ৯ সেপ্টেম্বর। তখন প্রধান বিচারপতি বলেন, ৫ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত কাজ কতদূর এগিয়েছে? মেহতার জবাব, আমার মনে হয় টাস্ক ফোর্স যা করবে তা দীর্ঘ সময় সাপেক্ষ, তাই হয়তো তারা সময় নিচ্ছে।