শেষ আপডেট: 29th January 2025 09:49
দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহ থেকে মুম্বইয়ের প্রসিদ্ধ সিদ্ধিবিনায়ক মন্দিরে ছোট স্কার্ট বা উন্মুক্ত পোশাকে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে। মঙ্গলবার মন্দির কর্তৃপক্ষ নতুন পোশাকবিধি (Siddhivinayak Temple dress code) ঘোষণা করেছে।
শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির ট্রাস্ট (SSGTT) জানিয়েছে, ভক্তদের শালীন ও শরীর সম্পূর্ণ আবৃত রাখে এমন পোশাক পরতে হবে। যতটা সম্ভব শালীন এবং ভারতীয় পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
ট্রাস্টের তরফে জানানো হয়েছে, প্রভাদেবী এলাকায় অবস্থিত এই মন্দিরে আগামী সপ্তাহ থেকে অশালীন বা উন্মুক্ত পোশাকে প্রবেশ নিষিদ্ধ করা হবে। বেশ কিছুদিন ধরেই ভক্তদের মধ্যে অনেকেই ‘অশালীন পোশাক’ পরার কারণে অস্বস্তির কথা জানিয়েছিলেন। সেই কারণেই নতুন পোশাকবিধি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোশাকবিধি অনুযায়ী, ছেঁড়া ফাটা প্যান্ট, ছোট স্কার্ট বা শরীরের বিভিন্ন অংশ স্পষ্টভাবে দৃশ্যমান এমন কোনও পোশাক পরা থাকলে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন হাজার হাজার ভক্ত মন্দিরে আসেন, যাঁদের অনেকেই উপাসনার স্থানে ‘অশালীন” পোশাক পরার গুরুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ট্রাস্টের বক্তব্য, “বারবার অনুরোধ আসার পর মন্দির কর্তৃপক্ষ এই পোশাকবিধি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে মন্দিরের পবিত্রতা বজায় থাকে।” পাশাপাশি ট্রাস্ট স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র মন্দিরে আসা সকল ভক্তের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবং মন্দিরের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে।