এনটিএ-র বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ চলছে
শেষ আপডেট: 11 July 2024 06:34
দ্য ওয়াল ব্যুরো: নিট দুর্নীতি নিয়ে দেশে তোলপাড় চলছে। সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছিল যে, এই পরীক্ষা আবার নেওয়ার নির্দেশ দিতে পারে তাঁরা। যদিও ফের পরীক্ষার দরকার নেই বলে আদালতে দাবি করেছে কেন্দ্র। এখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি শীর্ষ আদালতে স্পষ্ট জানিয়েছে, পরীক্ষার কোনও প্রশ্নপত্র নাকি হারায়নি! তাই তাঁরাও ফের পরীক্ষা নেওয়ার ব্যাপারে সহমত প্রকাশ করেনি।
সিবিআই নিট কাণ্ডের তদন্ত করে ইতিমধ্যে একাধিকজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৮ জনকে পাটনা থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সুপ্রিম কোর্টে জানিয়েছে, কোনও প্রশ্ন কোথাও হারিয়েছে বা পাটনায় কোনও ট্রাঙ্ক ভাঙা হয়েছে এমন খবর তাদের কাছে নেই। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, দেখতে হবে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছিল কিনা। সেটা হয়ে থাকলে মুহূর্তে তা ছড়িয়ে থাকতে পারে।
এনটিএ শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, কোথাও কোনও ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র গায়েব হয়নি। প্রতিটি প্রশ্নপত্রে একটি বিশেষ সিরিয়াল নম্বর থাকে এবং তা নির্দিষ্ট পরীক্ষার্থীর কাছেই যায়। তাঁদের কাছে যে রিপোর্ট এসেছে তাতে কোনও নিয়ম বহির্ভূত কাজ ধরা পড়েনি। এমনকী কমান্ড সেন্টারের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। তাতেও কোনও অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। এর আগে কেন্দ্রের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছিলেন, প্রশ্ন খুব বেশি ছড়ায়নি।
গত সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত নিট-ইউজি নিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্যকে অবশ্য তেমন আমল দেয়নি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, প্রশ্ন ফাঁসের ফলে কতজন উপকৃত হয়েছে সেটা দেখা হবে। সব কিছু খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নিতে হবে পরীক্ষা ফের নেওয়া দরকার কিনা। সিবিআই আদালতে রিপোর্ট জমা দিলে তার ভিত্তিতে পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।